AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গাজীপুরে বেকারি কারখানা শিশু শ্রমিক ছাড়া চলেইনা!


Ekushey Sangbad

০২:৪৭ পিএম, সেপ্টেম্বর ২৪, ২০১৮
গাজীপুরে বেকারি কারখানা  শিশু শ্রমিক ছাড়া চলেইনা!

গাজীপুর: গাজীপুরের বেশকিছু বেকারি কারখানা গুলো যেন শিশু শ্রমিক ছাড়া চলেইনা। সরেজমিনে গিয়ে দেখা যায়, রাজেন্দ্রপুর সেনানিবাস নয়নপুর এলাকায় অপ্রাপ্ত বয়সের শিশুদের সল্প বেতন দিয়ে চলছে গাজী বেকারি নামক প্রতিষ্ঠান। দীর্ঘদিন যাবৎ অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন প্রকার খাবার সামগ্রী তৈরি করে আসছে এবং বাজারজাত করছে এ কারখানাটি। যে সময়ে শিশুদের বই খাতা কলম নিয়ে স্কুলে যাওয়ার কথা সেই সময়ে বহু শিশুরা শিশুশ্রমে জড়িয়ে পড়ছে। দরিদ্রতার কারণসহ অসচেতনতার জন্য দিন দিন শিশু শ্রমিকের সংখ্যা বেড়েই চলেছে। ফলে ধ্বংস হয়ে যাচ্ছে প্রজন্মের ভবিষ্যত। গাজীপুর সংশ্লিষ্ট কার্যালয় থাকলেও শিশুশ্রম বন্ধে এদের নেই কোনো কার্যক্রম। তাদের শরীর এখন আগুনের চুলার তাপে আধো সিদ্ধ। সরকারের বিধি নিষেধ কতটুকু মেনে চলেছে কারখানা কর্তৃপক্ষ? শিশু শ্রমিক ছাড়া যেনো পুরো কারখানাটি অচল।৩জন শিশুশ্রমিক সহ ৫/৬ জন খালি গায়ে খালি হাতেই নিম্নমানের টোস্ট বাজারজাত করার জন্য প্যাকেট করছে। এটা কতটুকু স্বাস্থ্যসমত খাবার জানা নেই শিশুদের।কারখানায় কর্মরত শিশু শ্রমিকদের মধ্যে আলমগীর (১১), বিল্লাল (১২) ও রাব্বি (১২)এরা সবাই এই এলাকায় পরিবারসহ ভাড়া থেকে কারখানায় কাজ করে। সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এরা কাজ করে। বিনিময়ে পারিশ্রমিক হিসাবে বেতন মাত্র তিন হাজার টাকা। এ ব্যাপারে কারখানার মালিক আব্দুর রাহিম'র কাছে জানতে চাইলে তিনি অস্বীকার করে মুঠোফোনে বলেন, আমার বেকারি কারখানায় নোংরা ও অস্বাস্থ্যকর কোনও পরিবেশ নেই তাছাড়া শিশুশ্রমও নেই। বন্যপ্রাণী অঞ্চলের বাউপাড়া বিট কর্মকতা আজাদুল কবির জানান, এ বেকারী কারখানার বিরুদ্ধে মামলা রয়েছে। আমরা গতানুগতিক ব্যবস্থা গ্রহণ করবো। একুশে সংবাদ // এস.সানি // ২৪.০৬.২০১৮
Link copied!