AB Bank
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গাইবান্ধায় দুই গৃহবধূসহ তিনজনের মরদেহ উদ্ধার


Ekushey Sangbad

০১:৫৫ পিএম, সেপ্টেম্বর ২২, ২০১৮
গাইবান্ধায় দুই গৃহবধূসহ তিনজনের মরদেহ উদ্ধার

রুবেল,গাইবান্ধা : গাইবান্ধা সদর উপজেলার পৃথক তিনটি স্থান থেকে অজ্ঞাত এক যুবক ও দুই গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাদের মরদেহ উদ্ধার করা হয়। সদর থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘাগোয়া ইউনিয়নের দাড়িয়াপুর-রুপার বাজার সড়কের কুমারগাড়ী এলাকার একটি ডোবায় সকালে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। পাশাপাশি সাহাপাড়া ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রাম থেকে তানজিলা আক্তার (২২) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি ওই গ্রামের রায়হান মিয়ার স্ত্রী। তানজিলা একই ইউনিয়নের কোমরপুর গ্রামের তারা মিয়ার মেয়ে। এ ঘটনার পর থেকে রায়হান মিয়া ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছেন। তানজিলাকে মারধরের পর শ্বাসরোধে হত্যা করে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন নিহতের পরিবারের স্বজনরা। এদিকে, রামচন্দ্রপুর ইউনিয়নের চরুয়াপাড়া এলাকা থেকে আনোয়ারা বেগম (৪২) নামে আরেক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আনোয়ারা বেগম ওই এলাকার আব্দুল জলিল মিয়ার স্ত্রী। এ বিষয়ে স্থানীয়রা কেউ পুলিশের সঙ্গে কথা বলতে রাজি হয়নি। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার বলেন, অজ্ঞাত যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। গৃহবধূ তানজিলা ও আনোয়ারার মৃত্যুর ঘটনায় তাদের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে তাদের মৃত্যুর কারণ জানা যাবে। একুশে সংবাদ // এস.ডিজার // ২২.০৯.২০১৮
Link copied!