AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শ্রীপুরে সরকারী পুকুরে বর্জ্য অপসারণ,বিক্ষোব্ধ স্থানীয়রা


Ekushey Sangbad

০৬:২৫ পিএম, সেপ্টেম্বর ২০, ২০১৮
শ্রীপুরে সরকারী পুকুরে বর্জ্য অপসারণ,বিক্ষোব্ধ স্থানীয়রা

গাজীপুর : গাজীপুরের শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের দেওয়ানেরচালা গ্রামে সরকারী খাস পুকুরে বর্জ্য অপসারনে স্থানীয় পরিবেশ বিপর্যয়ের মুখে পড়েছে সাথে সাথে পুকুর পাড়ের ভূমিহীন বাসিন্দাদেরও চরম ভোগান্তি হচ্ছে। তেলিহাটি উচ্চ বিদ্যালয়ের কারিগরি শাখার শিক্ষক ফারুক হোসাইন নামের এক ব্যক্তি মৃত্তিকা মৎস্যজীবি সমবায় সমিতির নামে পুকুর ইজারার নিয়ে পুকুরে একদিকে আফ্রিকান মাগুরের চাষ করছেন অপরদিকে পুকুরে বিভিন্ন কারখানার বর্জ্য অপসারণ করে ভরাট করছেন। ফারুক হোসাইন উপজেলার দড়িখোঁজেখানি গ্রামের ওয়াজ উদ্দিনের ছেলে। স্থনীয়দের তথ্যমতে,তেলিহাটি মৌজার এস এ ১৩৮১,৩০১ ও আর এস ২৫৯২,২৫৯১ দাগের সরকারী পুকুরটি সরকারের ১নং খতিয়ানের খাস পুকুর। উক্ত পুকুর পাড়ে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন কয়েকশ লোক। হতদরিদ্র মানুষের প্রাত্যাহিক দিনের প্রয়োজনীয় পানির যোগানের একমাত্র ব্যবস্থা এই পুকুর। পুকুর পাড়ের বাসিন্দারা দীর্ঘদিন যাবৎ সরকার হতে ইজারা নিয়ে মাছ চাষ করত। কিন্তু গত বছর পুকুর পাড়ের বাসিন্দাদের অগোচরে শ্রীপুর সদর এলাকার মৃত্তিকা মৎস্যজীবি সমবায় সমিতির নাম ব্যবহার করে তেলিহাটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ফারুক হোসাইন পুকুরটি ইজারা নিয়ে বিভিন্ন কারখানার ময়লা আবর্জনা অপসারণ করছেন। পুকুরে আফ্রিকান মাগুরের চাষ করে এতে বিভিন্ন স্থান থেকে মরা পশু পাখি এনে খাদ্যের যোগান দিচ্ছেন। বিভিন্ন ময়লা আবর্জনা ও মরা পশু পাখির প্রকট দুর্গন্ধে আশপাশের পরিবেশ ভারী হয়ে আসে যেন পুকুর পাড়ে বসবাস করাই এখন কঠিন হয়ে পড়েছে। পুকুর পাড়ের বাসিন্দা রিপন মিয়া বলেন,আমরা এই পুকুরে উপর নির্ভর করেই এখানে বসবাস করছি। কিন্তু গত কয়েকমাস ধরে পুকুরে পঁচা আবর্জনা অপসারন করায় প্রকট দুর্গন্ধের সৃষ্টি হয়, এতে বসবাস করায় দায় হয়ে পড়েছে। গৃহবধু মাসুদা আক্তার জানান,এই পুকুরের পানি এখন বিষ,আমাদেরকে অত্যাচারের জন্যই ফারুক মাষ্টার এই ব্যবস্থা করছেন, যাতে আমরা পুকুর পাড় ছেড়ে চলে যাই। পুকুর পাড়ের বাসিন্দা স্থানীয় পান ব্যবসায়ী আব্দুল জব্বার জানান, আমরা গত কয়েক যুগ ধরে সরকারী পুকুর পাড়ে বসবাস করছি, হঠাৎ কয়েকদিন আগে ফারুক মাষ্টার বিভিন্ন ময়লা আবর্জনা অপসারণ করছেন পুকুরে। তেলিহাটি ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড সদস্য হাসান হাফিজুল রহমান দিপক জানান, স্থনীয়দের অভিযোগে আমি ঘটনাস্থল পরিদর্শণ করেছি। প্রচুন্ড দুর্গন্ধে এখানে স্থানীয় পরিবেশ ভারী হয়ে আসে। বিষয়টি প্রশাসনের লোকজনকে অবহিত করেছি। অভিযুক্ত ফারুক হোসাইন জানান,আমি শ্রীপুরের একটি সমিতির নামে পুকুরটি ইজারা নিয়েছি, তবে ময়লা আবর্জনা অপসারণের বিষয়ে তিনি বলেন,অনেক আগে কিছু ভাত বা লিটার ফেলা হয়েছে এতে দুর্গন্ধ হওয়ার কথা না। এছাড়াও আফ্রিকান মাগুর চাষের বিষয়ে বলেন ১৯ সেপ্টেম্বর রাতে রাস্তায় সড়ক দূর্ঘটনায় একটি গরু মারা যায় সেই গরু আমার কাজের লোকেরা এনে পুকুরে দিয়ে ছিলো। কিন্তু আমি জানতাম না। আমি জানার পর ওই মৃত গরু পুকুর থেকে উঠিয়ে নিয়ে গর্ত করে মাটি চাপা দেওয়া হয়েছে। শ্রীপুর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা বদিউজ্জামান জানান,এ বিষয়ে সরেজমিন তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে। শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আকতার জানান,নীতিমালা অনুযায়ী শর্ত সাপেক্ষে পুকুর ইজারা দেয়া হয়েছে মৎস্য চাষের জন্য। পুকুরে ময়লা আবর্জনা ফেলে ভরাটের কোন সুযোগ নেই এমন হয়ে থাকলে ব্যবস্থা নেয়া হবে। একুশে সংবাদ // এস.সানি // ২০.০৯.২০১৮
Link copied!