AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শ্রীপুরে কাঠ পুড়ে কয়লা, জনস্বাস্থ্য হুমকির মুখে


Ekushey Sangbad

০৫:৩৫ পিএম, সেপ্টেম্বর ১৯, ২০১৮
শ্রীপুরে কাঠ পুড়ে কয়লা, জনস্বাস্থ্য হুমকির মুখে

গাজীপুর : গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নে জনবসতি এলাকা তালতলি মুরগীর বাজার এলাকায় কাঠ পুড়ে কয়লা তৈরি করা হচ্ছে। এর নির্গত ধোয়ায় জনস্বাস্থ্য হুমকির মুখে পরেছে। অভিযোগ রয়েছে, জনবসতি এলাকা তালতলি মুরগীর বাজার পেপার কারখানার পাশে দীর্ঘ কয়েক বছর ধরে হাবিবুর প্রধানের জমি ভাড়া নিয়ে,কয়েকজন অসাদু কাঠ ব্যবসায়ীর যোগ সাজেসে কয়লা ভাটাটি নির্মাণ করে কয়লা ব্যবসা করছেন। সরেজমিনে গিয়ে দেখা গেছে, জনবসতিপূর্ন এলাকায় নির্মাণ করা কয়লার ভাটায় বিশাল আকৃতির নয়টি চুলার গুমবজ বসানো হয়েছে। এসব চুলাগুলো থেকে নির্গত হচ্ছে ধোঁয়া। কয়লাভাটার দায়িত্বে রয়েছে উপজেলার জালাল উদ্দিনে ছেলে আজিজুল হক (৩৩),জয়নাল মিয়ার ছেলে জাকির (৪৫),আব্দুল হাই এর ছেলে মুজিবর রহমান (৪০),জালাল উদ্দিনের ছেলে ফরজুল হক নামে চার জন ব্যবসায়ী রয়েছে। জালাল উদ্দিনে ছেলে আজিজুল হক জানান,প্রতিমাসে প্রায় ৪হাজার মন কাচা কাঠ পোড়ানো হয় এ কয়লা ভাটায়। স্থানীয়ভাবে বেপারীদের মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে এ কয়লা ভাটার জন্য গাছ কিনে আনা হয়। ওই কয়লারভাটা সংলগ্ন এলাকায় বসবাস কারী স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়, এই কয়লার ভাটা চালু হওয়ার পর থেকেই শ্বাসযন্ত্রের প্রদাহসহ নানা রোগে ভুগছেন তারা। নাম না প্রকাশে অনিচ্ছুক কয়েক জন বলেন,পাশেই বিশাল গজারী বন রয়েছে। রাতের আধারে অনেক গজারী গাছ কেটে পোড়ানো হয়। এবং ওই চার কয়লা ব্যবসায়ীর কিছু লোক বেতনে রাখা রয়েছে, যারা রাতে আধারে চুরি করে গজারী বনের গাছ সহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে আনেন, এতে করে বিলিন হয়ে যাচ্ছে গজারী বন। এ ছাড়াও এই কয়লা ভাটার ১শ’মিটার এলাকার মধ্যে রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয়, একটি হাইস্কুল, একটি মাধ্যমিক বিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়াও এই কয়লাভাটার ১শ’ মিটারের মধ্য বসবাসকারী জনসংখ্যার পরিমান প্রায় ২ হাজারেও বেশি। নাম প্রকাশে অনিচ্ছুক ওই এলাকার কয়েক ব্যাক্তি বলেন, জনবসতিপূর্ণ এলাকা, শিক্ষা প্রতিষ্ঠান, হাটবাজার সংলগ্ন ও ফসলি জমিতে কয়লাভাটা নির্মাণ করে কাঠ পোড়ানোর কারণে বন উজার হয়ে যাচ্ছে। পরিবেশ বিনস্টকারী ওই কয়লার ভাটাটি উচ্ছেদের দাবি জানান তাঁরা। তেলিহাটি ইউপিঃসদস্য নাসির উদ্দিন ও তারেক হাসান (বাচ্চু) মেম্বার জানান,আমরা অনেক বার চেষ্টা করেও বন্ধ করতে পারিনাই,এই ব্যাবসায় অকেন উপরের লোক সেল্টার দিচ্ছে। তবে এটা বন্ধ হয়ে যাক এর দাবি জানাচ্ছি। এবিষয়ে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আকতার কে ফোনে যোগাযোগ করেও পাওয়া যায়নি। একুশে সংবাদ // এস.সানি // ১৯.০৯.২০১৮
Link copied!