AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের বিরুদ্ধে আইসিসির তদন্ত শুরু


Ekushey Sangbad

১১:২৪ এএম, সেপ্টেম্বর ১৯, ২০১৮
রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের বিরুদ্ধে আইসিসির তদন্ত শুরু

একুশে সংবাদ : রোহিঙ্গাদের ওপর নির্যাতন ও মানবতাবিরোধী অভিযোগের বিষয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। হেগের এ আদালতের কৌঁসুলি ফাতোও বেনসুদা এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, মিয়ানমার থেকে লাখ লাখ রোহিঙ্গাদের যেভাবে বিতাড়িত করা হয়েছে,তাতে যুদ্ধাপরাধ বা মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে কিনা সে বিষয়ে প্রাথমিক তদন্ত শুরু করা হয়েছে। খবর বিবিসি'র। হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে মিয়ানমার থেকে রোহিঙ্গাদের জোড়পূর্বক বাংলাদেশে তাড়িয়ে দেয়া ও হত্যা করার মতো মানবতাবিরোধী অপরাধে দেশটির বিরুদ্ধে বিচার করার এখতিয়ার রয়েছে বলে সিদ্ধান্ত আসার ধারাবাহিকতায় এ তদন্ত শুরু করা হলো। বিবিসির প্রতিবেদনে বলা হয় , আইসিসির এ তদন্তের পথ ধরে দেশটির রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের উপর সেনাবাহিনীর দমন অভিযানের পূর্ণাঙ্গ তদন্তের পথ খুলতে পারে । এদিকে জাতিসংঘের তদন্তকারীরা মিয়ানমারের সেনাদের অপসারণ করা উচিত বলে উল্লেখ করেছেন । এর আগে তারা জানিয়েছেন, মিয়ানমারের রাখাইন প্রদেশে সেনাবহিনীর অপরাধের মাত্রা এতটাই বেশি যে, তাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে বিচারের মুখোমুখি করা উচিত। একুশে সংবাদ // এস.জ.ন // ১৯.০৯.২০১৮
Link copied!