AB Bank
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মিরপুরে ২০০ শয্যা বিশিষ্ট নার্সেস হোস্টেল উদ্বোধন


Ekushey Sangbad

১০:২৫ এএম, সেপ্টেম্বর ১৯, ২০১৮
মিরপুরে ২০০ শয্যা বিশিষ্ট নার্সেস হোস্টেল উদ্বোধন

একুশে সংবাদ : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি গতকাল রাজধানীর মিরপুরে ২০০ শয্যা বিশিষ্ট নার্সেস হোস্টেল উদ্বোধন করেন। হোস্টেলটি মিরপুর-১ এ দারুস সালাম রোডে আবস্থিত। হোস্টেলটি নির্মাণে ব্যয় হয়েছে ২১ কোটি টাকা । শর্তানুসারে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় অর্থায়ন করেছে ১২ কোটি ৫৮ লাখ টাকা এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অর্থায়ন করেছে ৮ কোটি ৪৩ লাখ টাকা। এই নার্সেস হোস্টেলে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে কর্মরত নার্সদের আবাসন ব্যবস্থা করা হয়েছে। এখানে প্রায় ২০০ জন নার্স থাকতে পারবেন। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা ব্রিগেডিয়া ডা. মালেকের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কাজী রওশন আক্তার প্রমুখ। প্রতিমন্ত্রী বলেন, কর্মক্ষেত্রে নারীদের বড় চ্যালেঞ্জ হল আবাসন সমস্যা। ছেলেরা যেমন একা ম্যাচ করে থাকতে পারে কিন্তু মেয়েদের পক্ষে তা সম্ভব নয়। তাই নারীকে ক্ষমতায়িত করতে হলে তাদের সার্বিক নিরাপত্তাসহ আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে হবে। সরকার এ বিষয়টি মাথায় রেখে কর্মজীবী নারীদের জন্য নতুন নতুন আবাসন তৈরি করছে। সচিব নাছিমা বেগম বলেন, নার্সিং পেশা নারীদের অন্যতম একটি মহৎ পেশা। এ পেশায় নিয়োজিত সকলকে পেশাদারিত্বের মনোভাব সম্পন্ন হতে হবে এবং জনগণের সেবা করতে হবে। একুশে সংবাদ // এস.পি.এই // ১৯.০৯.২০১৮
Link copied!