AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

করতেন আইসক্রিম বিক্রি, হয়ে গেলেন ব্রাজিল ফুটবলার


Ekushey Sangbad

০৫:১৫ পিএম, সেপ্টেম্বর ১৩, ২০১৮
করতেন আইসক্রিম বিক্রি, হয়ে গেলেন ব্রাজিল ফুটবলার

একুশে সংবাদ : বাড়ি থেকে অনুশীলনের মাঠ দূরে হওয়ায় থাকতেন চাচার বাসায়। বাস ভাড়া যোগার করতে আইসক্রিম ফেরি করতেন। দারিদ্যের সঙ্গে লড়াই করে উঠে এসেছেন তিনি। আর্থিক সংকটের মাঝেও তার ফুটবল খেলায় উৎসাহ জুগিয়ে গেছেন বাবা আর চাচা। সেই ছেলেটি এখন ব্রাজিলের জাতীয় দলের তরুণ তুর্কি রিচার্লিসন। গতকাল সালভাদরের বিপক্ষে প্রথম একাদেশ অভিষেক হয়ে গেল তার। অভিষেকে করলেন জোড়া গোল।তার আদর্শ ফুটবলার ব্রাজিলের রোনালদো। স্প্যানিশ সংবাদমাধ্যম এএসকে দেওয়া সাক্ষাৎকারে রিচার্লিসন বলেছেন, 'অনুশীলন করার মাঠ দূরে হওয়ায় চাচার বাসায় থেকেছি। অনুশীলনে যাওয়ার বাস ভাড়া থাকত না। পারিবারিক অবস্থাও ভালো ছিল না। তাই রাস্তায় মিষ্টি জাতীয় খাবার আর আইসক্রিম ফেরি করেছি পরিবারকে সাহায্য করতে। এসব করতেই হতো। কারণ পরিবারের জন্য সবাই যে কোনো কিছুই করতে পারে।' একটা সময় তার মনে হয়েছিল, এভাবে আর কতদিন? খেলাটা মনে হয় ছেড়ে দেওয়াই ভালো। এমন ভেবে পকেটে শুধু বাস ভাড়ার টাকা নিয়ে হরিজন্তে শেষবারের মতো ট্রায়াল দিতে গেলেন। আমি টিকে গিয়েছিলাম। ট্রায়ালে না টিকলে বাসায় ফিরতে পারতাম না। সেখান থেকে ৬০০ কিলোমিটার দূরে ছিল আমার বাসা। এখন ভাবি তখন হাল ছেড়ে দিলে আজ এখানে আসতে পারতাম না।' সেই রিচার্লিসনক এখন এভারটনের নয়নের মণি। বিপুল পরিমাণ দামে তাকে কিনে নিয়েছিল ক্লাবটি। ইংল্যান্ডের ঐতিহ্যবাহী এই ক্লাবটির ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড় ৩ ম্যাচে ৩ গোল করেছেন। জাতীয় দলের হয়ে অভিষেক ম্যাচেই জোড়া গোল করেছেন ২১ বছর বয়সী এই ফরোয়ার্ড। একুশে সংবাদ // এস.ব,স // ১৩.০৯.২০১৮
Link copied!