AB Bank
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দেশীয় গরুর দখলে কোরবানি পশুর হাট


Ekushey Sangbad

০১:৫৯ পিএম, আগস্ট ১৯, ২০১৮
দেশীয় গরুর দখলে কোরবানি পশুর হাট

ঠাকুরগাঁও প্রতিনিধি : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শেষ মুহুর্তে ঠাকুরগাঁওয়ে জমে উঠেছে কোরবানির পশুর হাট। তবে এবার ঠাকুরগাঁওয়ের পশুর হাটে ইন্ডিয়ান গরু না আসায় ও দেশী গরুর সংখ্যা বেশি হওয়ায় দামও অনেক বেশি বলে মনে করছেন ক্রেতারা। তাই দেশীয় গরুর দখলে রয়েছে ঠাকুরগাঁওয়ে কোরবানির হাটগুলো। ভারতীয় গরু আসলে গরুর হাটে দাম কমতো বলে মনে করেন ক্রেতারা। অপরদিকে হাট গুলোতে গরুর দাম নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করছেন ক্রেতা ও বিক্রেতারা। জেলার বিভিন্ন হাটে ঘুরে দেখা যায়,এবারে প্রচুর দেশীয় গরু আছে হাটে। কিন্তু সেই তুলনায় গরুর বেচাকেনা হচ্ছেনা তেমন একটা। শেষ মুহুর্তে গরুর দাম বেশি হওয়ায় এমনটা ঘটেছে বলে ধারনা করছেন সংশ্লিষ্টরা। যদিও ঈদের আর বেশি দিন নেই এর পরেও সামনে কমবে গরুর মুল্য এমনি আশায় রয়েছে অনেক ক্রেতাই। এদিকে সকলের নিরাপত্তার জন্য জেলার প্রতটি গরু হাটে রয়েছে পুলিশের বিশেষ সাদা পোষাকধারী টিম। ঠাকুরগাঁও খোঁচাবাড়ি হাটে গরু কিনতে আসা মানিক হোসেন জানান, এবারে প্রতিটি হাটে দেশীয় গরু অনেক বেশি। যার জন্য গরুর মুল্য বিক্রেতারা বেশি বলছেন। ভারতীয় গরু না আসার ফলে এবারে গরুর এতো দাম দিতে হচ্ছে। শেষ পর্যন্ত হয়তো বেশি দাম দিয়েই গরু কিনতে হবে। আতাউর রহমান নামের আরেক ক্রেতা জানান, দেশীয় গরু ভাল, তাই কিছুটা দাম দিয়েই গরু কিনতে হলো। কিন্তু দাম অনেক। একটা গরু কিনলাম প্রায় ৭০ হাজার ৫শ টাকার মতো। বিক্রেতারা তো ৮৫ এর নিচে দিতেই চায়না। অনেক কষ্টে নিলাম। অপরদিকে বিক্রেতারা বলছেন বাজারে নেই গরুর দাম। বিপাকে পড়েছেন তারা। ভালো দাম বলছেন না ক্রেতারা। গরু বিক্রি করতে আসা চান মিয়া বলেন, ৮টি গরু নিয়ে এসেছিলাম। এর মধ্যে ৪টি গরু অনেক কষ্টে বিক্রি করতে হয়েছে। ক্রেতরা দাম বলতেই চায়না। বাজার অনেক খারাপ। এবারে গরুর বাজার খুব একটা ভালোনা। আরেক বিক্রেতা আব্দুর রহমান বলেন, বাজারের যা অবস্থা এইভাবে থাকলে আমাদের আর ঈদ করতে হবেনা। প্রথম দিকে বাজার একটু ভালো ছিলো। বর্তমানে যা অবস্থা একদম লস। প্রতি গরুতে অনেক টাকা করে লোকসান দিতে হচ্ছে আমাদের। এর পরেও ঘুড়ে যাচ্ছেন অনেক ক্রেতাই। চিন্তায় আছেন তারা। ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার ফারহাত আহমেদ জানান, কোরবানির পশুর হাটে ছিনতাইসহ সকল প্রকার অন্যায় প্রতিরোধে সাদা পোশাকে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। পুলিশ নিরাপত্তার জন্য সর্বদা সচেষ্ট আছে।       একুশে সংবাদ // এস.বাপ্পি // ১৯.০৮.২০১৮
Link copied!