AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে শীঘ্রই ফিরিয়ে হবে : আইনমন্ত্রী


Ekushey Sangbad

১১:১৫ এএম, আগস্ট ১৯, ২০১৮
বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে শীঘ্রই ফিরিয়ে হবে : আইনমন্ত্রী

একুশে সংবাদ : আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমানে বাংলাদেশের অত্যন্ত বন্ধুত্বসুলভ সম্পর্ক রয়েছে। এই সম্পর্কের উপর আস্থা রেখে বলা যায়, যুক্তরাষ্ট্রে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে যথাশীঘ্রই ফিরিয়ে আনা সম্ভব হবে। মন্ত্রী গতকাল ঢাকায় বাংলাদেশ জাতীয় জাদুঘর মিলনায়তনে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশের সংবিধান’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন । বঙ্গবন্ধুর আরেক খুনি কানাডা বসবাসরত নূর চৌধুরী সম্পর্কে মন্ত্রী বলেন, কানাডার সঙ্গেও আমাদের সম্পর্ক অত্যন্ত ভালো। কিন্তু সমস্যাটা হচ্ছে, তারা ইতিমধ্যে একটি আইন করেছে। সে আইনটা হচ্ছে, মৃত্যুদ- সাজার বিরুদ্ধে। নিজেদের দেশে তারা মৃত্যুদ- সাজা বাতিল করেছে এবং বিশ্বের যেকোন দেশে যদি মৃত্যুদ- সাজা থাকে এবং অপরাধী সে দেশে- পেলে তাকে সে দেশে ফিরিয়ে দেয় না। সেক্ষেত্রে আমাদের আইনি লড়াই শুরু হয়েছে। আলোচনাও চলছে। এই প্রতিবন্ধকতা পার হতে পারলেই নূর চৌধুরীকে ফিরিয়ে আনা যাবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলা প্রসঙ্গে আনিসুল হক বলেন, মামলা প্রায় শেষ পর্যায়ে। সাধারণ প্রক্রিয়ার মধ্য দিয়েই মামলাটির কার্যক্রম পরিচালিত হচ্ছে। যারা আসামি তারা অত্যন্ত ন্যক্কারজনক কাজ করেছেন। তারা এ মামলায় কালক্ষেপণের চেষ্টা করছেন। তবু আমরা তাদের কালক্ষেপণ সত্ত্বেও এগিয়ে যাচ্ছি। আমরা গণতন্ত্রে বিশ্বাসী। তাই মামলার আসামিদের বক্তব্য দেওয়ার সুযোগ দিচ্ছি। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত এটর্নি জেনারেল মুরাদ রেজা ও জাতীয় জাদুঘরের মহাপরিচালক মোঃ আব্দুল মান্নান ইলিয়াস বক্তৃতা করেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মশিউর রহমান। একুশে সংবাদ // এস.পি.এই // ১৯.০৮.২০১৮
Link copied!