AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

"ঘুমন্ত হেলপারের ওপর দিয়ে ট্রাক চালালেন ড্রাইভার"


Ekushey Sangbad

০৪:৪৪ পিএম, আগস্ট ১৮, ২০১৮

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে শ্রীপুরে ঘুমন্ত ট্রাক হেলপারের ওপর দিয়ে গাড়ি চালালে তাৎক্ষণিকভাবেই হেলপারের মৃত্যু ঘটে। আজ শনিবার সকাল ১০ টায় উপজেলার মাওনা ইউনিয়নের সলিংমোড়ের পশ্চিম পাশে মনো ফিড মিলের ভিতরে ঢাকা মেট্রো-ট (১৩-০০৩৬) নম্বরের ভুট্রা বোঝায় ট্রাকটি এ দূর্ঘটনা ঘটায়। অভিযুক্ত ড্রাইভার সিরাজগঞ্জ জেলার ছলংগা উপজেলার চড়িয়া কামারপাড়া গ্রামের সাফায়াত হোসেনের ছেলে মো. নাজমুল ইসলাম (২৩)। নিহত হেলপার সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধনগাড়া গ্রামের মো. আব্দুল হাই এর ছেলে মো. মুমিন মিয়া (২৫)। ট্রাক ড্রাইভার নাজমুল ইসলাম বলেন, সিরাজগঞ্জ থেকে ভোর ৬ টায় এই মিলে ভুট্রা নিয়ে আসি। সারারাত জেগে গাড়ি চালানোর কারনে খুব ঘুম পায়। তাই আমি গাড়ি পার্কিং করে স্টিয়ারিংয়েই ঘুমিয়ে যাই। সকাল ১০ টার দিকে ঘুম থেকে জেগে মুমিনকে ডাকাডাকি করে সাড়া না পেয়ে গাড়ি আনলোড করার জন্য সামনের দিকে টান দিলে পিছনের চাকার সামনে ঘুমিয়ে থাকা মুমিনের ওপর দিয়ে গাড়ির চাকা যায়, ফলে সাথে সাথেই সে মারা যায়। আমি জানতাম না যে সে গাড়ির নিচে ঘুমিয়ে ছিলো। মনো ফিড মিলের ডিরেক্টর মো. আরিফুর রহমান জানান, আমি মিলে নেই, ফোনে দুর্ঘটনার কথা শোনেছি। ড্রাইভারের অসতর্কতার কারণেই এ মৃত্যুর ঘটনা ঘটেছে বলে জেনেছি । শ্রীপুর থানার এসআই মো. মুঞ্জুরুল ইসলাম জানান,ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত ড্রাইভার পুলিশের হেফাজতে রয়েছে। এ বিষয়ে মামলার প্রস্থতি চলছে। একুশে সংবাদ // এস.সানি // ১৮.০৮.২০১৮
Link copied!