AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জুভেন্টাসে রোনালদোর অভিষেক আজ


Ekushey Sangbad

১২:১২ পিএম, আগস্ট ১৮, ২০১৮
জুভেন্টাসে রোনালদোর অভিষেক আজ

একুশে সংবাদ : আজ শনিবার পর্তুগাল সুপার স্টার ক্রিস্টিয়ানো রোনালদো অভিষেক ঘটাতে যাচ্ছে । এ নিয়ে টানা অষ্টমবারের মতো ইতালীর শীর্ষ লিগের শিরোপা জয়ের মিশনে নামছে। রিয়াল মাদ্রিদ ছেড়ে আসা এই ফুটবল তারকার অভিষেক ম্যাচে জুভেন্টাসের প্রতিপক্ষ চিয়েভো। পাঁচবারের ব্যালন ডিঅঁর খেতাব জয়ী রোনালদো সদ্য সমাপ্ত গ্রীষ্মকালীন দল বদলের সময় ১০০ মিলিয়ন ইউরোতে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে যোগ দিয়েছেন। ইতালীয় ক্লাবটির প্রধান লক্ষ্য অবশ্য চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা খরা দূর করা।ভেরোনার স্টাডিও বেনটেগোডিতে অবশ্য ৩৩ বছর বয়সি রোনালদোর মতো সুপার স্টারের প্রতিপক্ষ হিসেবে চিয়েভোকে বেশ দুর্বল দল হিসেবেই মনে করা হচ্ছে। অবশ্য দিনটি সেখানে জাতীয় শোক দিবস হিসেবেই পালন করা হচ্ছে। উত্তর পশ্চিমাঞ্চলীয় বন্দর নগরীর মোরান্ডি ব্রিজ ট্রাজেডিতে (সেতু ভেঙ্গে পড়া) নিহতদের স্মরণে এই শোক দিবস।শোকাহত ওই দিনটিতে স্থানীয় দল সাম্পদোরিয়া ও জেনোয়ার ম্যাচ স্থগিত করা হয়েছে। দল দুটির প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল যথাক্রমে ফিওরেন্টিনা ও এসি মিলানের বিপক্ষে। তবে অন্য ম্যাচটি শনিবারেই অনুষ্ঠিত হবে। ম্যাচ শুরুর আগে ৩৮ ব্যক্তি নিহত হবার ঘটনায় তাদের স্মরণে পালন করা হবে এক মিনিট নীরবতা। খেলোয়াড়রা মাঠে নামবে কালো ব্যাজ ধারণ করে।জুভেন্টাসে রোনালদোকে কেন্দ্র করে আক্রমণের ছক তৈরি হলেও দলটির রক্ষণভাগেও থাকছে বিষ্ময়। যেখানে দায়িত্ব পালন করবেন আন্দ্রেয়া বারজাগলি ও নবাগত জোয়াও ক্যানসেলো। বিশ্বকাপ জয়ী ব্লেইস মাতুইদিও একাদশের হয়ে মাঠে নামতে পারেন। কোচ মাসিমিলিয়ানো আলেগ্রি দলে ভেড়ানো নতুন মিডফিল্ডার এমরে ক্যান ও খেদিরার সঙ্গে দলে রাখতে পারেন মিরালেম পজনিক ও হুয়ান কুয়াড্রডোকে। একুশে সংবাদ // এস.এন.রাজ / ১৮.০৮.২০১৮
Link copied!