AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বঙ্গবন্ধুর আদর্শকে হত্যা করা যাবে না: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী


Ekushey Sangbad

১১:০৬ এএম, আগস্ট ১৮, ২০১৮
বঙ্গবন্ধুর আদর্শকে হত্যা করা যাবে না: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

একুশে সংবাদ : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, পঁচাত্তরের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করা সম্ভব হলেও তাঁর আদর্শকে হত্যা করা যায়নি। বঙ্গবন্ধুর আদর্শকে হত্যা করা যাবে না। মৃত বঙ্গবন্ধু জীবিত বঙ্গবন্ধুর চেয়েও শক্তিশালী। মন্ত্রী গতকাল গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক বাস স্ট্যান্ডে জাতীয় শোক দিবস উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। এছাড়া তিনি কালিয়াকৈরের বিভিন্ন ইউনিয়নের ১০টি স্থানে জাতীয় শোক দিবস উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় অংশগ্রহণ করেন। মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর নীতি ও আদর্শ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশে আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তাঁর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠিত হচ্ছে। কিন্তু বঙ্গবন্ধুর হত্যাকারী স্বাধীনতা বিরোধীরা এখনও দেশে-বিদেশে বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। কিন্তু তারা যতই ষড়যন্ত্র করুক, বাংলাদেশের অগ্রযাত্রাকে কিছুতেই ব্যাহত করতে পারবে না। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা সম্ভব হলেই তাঁর রক্তের ঋণ কিছুটা শোধ হবে বলে তিনি উল্লেখ করেন। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় তিনি সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। মন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের খুনিদের দেশে এনে সাজা কার্যকর করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তাছাড়া বঙ্গবন্ধুর হত্যাকা-ের মূল পরিকল্পনাকারীদেরও বিচার হবে। স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে জাতীয় জাগরণ সৃষ্টি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বাঙালি একাত্তরে একতাবদ্ধ ছিল, আজও আছে। বঙ্গবন্ধুর বাংলায় স্বাধীনতা বিরোধীদের স্থান হবে না । সভায় গাজীপুর জেলা ও কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।   একুশে সংবাদ // এস.পি.এই // ১৮.০৮.২০১৮
Link copied!