AB Bank
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

৬০ বছরে পা রাখলেন ম্যাডোনা


Ekushey Sangbad

০১:০১ পিএম, আগস্ট ১৭, ২০১৮
৬০ বছরে পা রাখলেন ম্যাডোনা

একুশে সংবাদ : গতকাল ১৬ আগস্ট ৬০ বছরে পা রেখেছেন যুক্তরাষ্ট্রের বিখ্যাত পপ সঙ্গীত শিল্পী ম্যাডোনা । এই পপসম্রাজ্ঞী ৬০ বছরের মধ্যে ৩৫ বছরই কাটিয়েছেন সংগীত জগতে। তিনি যুক্তরাষ্ট্রের সবচেয়ে ধনী নারী সংগীতশিল্পী। তার প্রথম অ্যালবাম প্রকাশিত হয় ১৯৮৩ সালে। এরপর এখন পর্যন্ত তার বিভিন্ন অ্যালবাম বিক্রি হয়েছে ৩০ কোটির বেশি। এর মাধ্যমে ম্যাডোনা গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন। তিনিই এখন পর্যন্ত সঙ্গীত ইতিহাসে সবচে বেশি বিক্রি হওয়া অ্যালবামের শিল্পী। যুক্তরাষ্ট্রের মিশিগান শহরে ১৯৫৮ সালের ১৬ আগস্ট জন্মগ্রহণ করেন তিনি। তার পুরো নাম ম্যাডোনা লুইজ চিকোনে। গান ছাড়া ফ্যাশন ডিজাইনার হিসেবেও সুখ্যাতি রয়েছে তার। পাশাপাশি তিনি একজন দক্ষ অভিনেত্রী, নৃত্যশিল্পী, ব্যবসায়ী ও চিত্র পরিচালক। স্নাতক পাসের পর ইউনিভার্সিটি অব মিশিগান থেকে নৃত্য কলায় বৃত্তি লাভ করেন এই তারকা। আশির দশকে বিশ্বব্যাপী সঙ্গীত জগতে যখন পুরুষদের একক আধিপত্য ছিল তখন ম্যাডোনার পারফর্মান্স নারীদের নতুনভাবে উত্সাহিত করেছিল সঙ্গীত জগতে ক্যারিয়ার গড়তে। তার অসংখ্য জনপ্রিয় গানের মধ্যে রয়েছে পাপা ডোন্ট প্রিচ, লাইক আ প্রেয়ার, ভেগ, সিক্রেট, রে অব লাইট, লাইক আ ভার্জিন, হলি ডে, আমেরিকান লাইফ ইত্যাদি। তার অভিনীত সিনেমার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে , ‘অ্যা সারটেইন সেক্রিফাইস’, ‘এভিটা’, ‘দ্য নেক্সট বেস্ট থিং’ ইত্যাদি। খ্যাতনামা ম্যাডোনার তৎকালীন সাদাকালো ছবিগুলো এখনো হাজার হাজার ডলারে বিক্রি হয়। সঙ্গীত জগতের বিশ্লেষকরা বলেছেন, তারুণ্যকে থেকে থেকে ঝাঁকুনি দিয়েছেন এই আবেদনময়ী শিল্পী। একুশে সংবাদ // এস.এন.রাজ // ১৭.০৮.২০১৮
Link copied!