AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

"শিশুদের পড়াশুনার পাশাপাশি সৃজনশীল কাজে উৎসাহিত করতে হবে"


Ekushey Sangbad

১২:২৯ পিএম, আগস্ট ১৭, ২০১৮

একুশে সংবাদ : নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে। এ দেশের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে তাদের ভালভাবে জ্ঞান অর্জন করতে হবে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক গতকাল যশোরের কেশবপুরে আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে জাতীয় শোক দিবস ২০১৮ উপলক্ষে আয়োজিত শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য পড়াশোনার সাথে খেলাধুলাসহ পাঠ্যক্রম বহির্ভূত সৃজনশীল কাজে উৎসাহিত করতে হবে। তিনি এ সময় বাল্য বিবাহ না দিতে পিতামাতার প্রতি অনুরোধ জানান। এর আগে প্রতিমন্ত্রী ভিক্ষুকমুক্ত কেশবপুর গড়তে ভিক্ষুকদের মধ্যে ছাগল, হাস-মুরগি ও মুদি সামগ্রী বিতরণ করেন। এ সময় তিনি বলেন, ভিক্ষাবৃত্তি সম্মানজনক পেশা নয়। ভিক্ষাবৃত্তি থেকে দূরে থেকে সরকারের সহায়তা নিয়ে আত্মকর্মসংস্থানের মাধ্যমে জীবিকা উপার্জনের জন্য উৎসাহ দেন ইসমাত আরা সাদেক। অনুষ্ঠানে জানানো হয় কেশবপুরে তালিকাভুক্ত ৩শ’ ৬৩ জন ভিক্ষুকের মধ্যে ২শ’ ৪০ জনকে পূর্নবাসন করা হয়েছে। অবশিষ্টদের খুব শীঘ্রই পূর্নবাসন করার মাধ্যমে কেশবপুরকে ভিক্ষুকমুক্ত করা হবে। একুশে সংবাদ // এস.পি.এই // ১৭.০৮.২০১৮
Link copied!