AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শ্রীপুরে যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন


Ekushey Sangbad

১২:১৮ পিএম, আগস্ট ১৭, ২০১৮
শ্রীপুরে যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুর উপজেলার দেওয়ানেরচালা গ্রামে যৌতুকের টাকার জন্য দিলরুবা আক্তার (৩০) নামের এক গৃহবধূর উপর বর্বর নির্যাতন করেছে পাষন্ড স্বামী। এব্যাপারে স্ত্রী বাদী হয়ে বৃহস্পতিবার দুপুরে শ্রীপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত স্বামী মো. হিরণ মিয়া (৪৫) উপজেলার দেওয়ানের চালা গ্রামের মৃত আব্দুল হাই’য়ের ছেলে। নির্যাতনের শিকার গৃহবধূ দিলরুবা আক্তার একই গ্রামের মৃত আব্দুল কাদিরের মেয়ে। নির্যাতিতার ভাষ্য, বিগত ২০০৩সালে হিরন মিয়ার সাথে তার পারিবারিক ভাবে বিয়ে হয়। এরপর তাদের সংসার জুড়ে তিনজন সন্তান আসে। সর্বশেষ গত ১৫দিন আগে তার তৃতীয় সন্তানের জন্ম হয়। হিরণ মিয়া একজন মাদকাসক্ত, বিয়ের পর থেকেই তাঁর স্বামী যৌতুকের টাকা জন্য বিভিন্ন সময় তাকে অত্যাচার, নির্যাতন করে আসছে। গত ১৫আগষ্ট বুধবার সকালে তাঁর বাবার নিকট থেকে ৫লাখ টাকা আনার জন্য চাপ প্রয়োগ করেন। কিন্তু তিনি বাবার কাছ থেকে যৌতুকের ৫লাখ টাকা এনে দিতে অস্বীকৃতি জানালে, তাকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। পরে ঘরের দরজা বন্ধ করে সারা শরীরে সিগারেটের আগুন দিয়ে ছ্যাঁকা দেয়। নির্যাতিতার মামা সাহাবুদ্দিন জানান, বিগত সময় হিরণ মিয়া তাঁর স্ত্রীর আড়াই লাখ টাকার জমি ভয়ভীতি দেখিয়ে পঞ্চাশ হাজার টাকায় বিক্রি করে দিয়েছেন। এছাড়াও প্রায় সময়ই যৌতুকের টাকার জন্য মারধর করেন। বেশ কিছুদিন পূর্বে ইউপি সদস্যসহ স্থানীয় গন্যামান্য ব্যক্তিরা শালিসী বৈঠকে তাকে সতর্ক করে দিয়েছিলেন। এব্যাপারে তেলিহাটি ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড সদস্য হাসান হাফিজুর রহমান দিপক জানান, হিরন মিয়া একজন মাদকাসক্ত। সে বিভিন্ন ভাবে তাঁর স্ত্রীকে নির্যাতন করে আসছে। এবিষয়ে তাকে একাধিকবার সতর্কও করা হয়েছে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, অভিযোগ পাওয়ার সাথে সাথেই আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। দ্রুতই অভিযুক্তকে আইনের আওতায় আনা সম্ভব হবে। একুশে সংবাদ // এস.সানি // ১৭.০৮.২০১৮
Link copied!