AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ধার করা কোটে শপথ নিলেন ইমরান খান


Ekushey Sangbad

১১:১২ এএম, আগস্ট ১৬, ২০১৮
ধার করা কোটে শপথ নিলেন ইমরান খান

একুশে সংবাদ : গত সোমবার পাকিস্তানের নির্বাচনে পার্লামেন্ট সদস্যদের শপথ ছিল । শপথ গ্রহণের পরই সদস্যদের রেজিস্ট্রেশন কার্ডের জন্য ছবি তোলার রীতি চালু আছে। রীতি অনুযায়ী কুর্তার ওপরে ওয়েস্ট কোর্ট পরেন অনেকেই। কিন্তু ক্রিকেটার থেকে রাজনীতিবিদ বনে যাওয়া ইমরান খান সেদিন তাঁর অন্যতম প্রিয় পোশাক কুর্তা পরেই শপথ নিতে যান। শপথ শেষে ছবি তুলতে গিয়েই বাধে বিপত্তি। ৬ ফুট লম্বা ৬৫ বছরের হ্যান্ডসাম ইমরান খানের গায়ে ছিল না ওয়েস্ট কোট। শুধু কুর্তা পরিহিত ছবিও তুলতে চাচ্ছিলেন না আলোকচিত্রী। কী আর করা। দ্বারস্থ হতে হলো অন্যের। একসময়ের পাকিস্তানের প্লেবয় ইমরান উঠে গিয়ে আলোকচিত্রীর ওয়েস্ট কোট ধার চেয়ে বসলেন। এমন আবদারে বিস্মিত আলোকচিত্রী। দেশের পরবর্তী প্রধানমন্ত্রী তাঁর কাছ থেকে কোর্ট ধার চাচ্ছেন! কোটটি ইমরানকে শুধু দেননি, পরতেও সাহায্য করেছেন তিনি। আর এ ঘটনার পুরো ভিডিও প্রকাশ পেলেই আলোচনা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।টুইটার ফেসবুকে ইমরান খানের এমন ব্যবহার নিয়ে আলোচনা চলছে। তাঁকে অনেকেই পরিণত রাজনীতিবিদ হিসেবে খুঁজে পেয়েছেন। কেউ কেউ কূটনীতিক চরিত্রের বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন। নির্বাচনে জয়ের পরপরই প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত সরকারি প্রাসাদপ্রমাণ ভবন ছেড়ে সাদামাটা ভবনে থাকার ইচ্ছা প্রকাশ করেন ইমরান খান। শপথ গ্রহণে জাঁকজমক ব্যবস্থা করতে রাজি হননি। প্রথম থেকেই বার্তা দিতে চাচ্ছেন যে তিনি আপামর জনগণের প্রধানমন্ত্রী হবেন। আর প্রধানমন্ত্রী হিসেবে শপথের আগে নতুন নজির গড়লেন ইমরান খান। একুশে সংবাদ // এস.রাজ // ১৬.০৮.২০১৮
Link copied!