AB Bank
ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাহসী যোদ্ধা’র শুটিং শুরু


Ekushey Sangbad

১১:২৫ এএম, আগস্ট ১৫, ২০১৮
সাহসী যোদ্ধা’র শুটিং শুরু

একুশে সংবাদ : ‘সাহসী যোদ্ধা’র শুটিং হঠাৎ করেই একটি বিশেষ কারণে বন্ধ হয়ে যায়।বিষয়টি এমন পর্যায়ে এসে দাঁড়ায় যে, সাহসী যোদ্ধার বাকি কাজ বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়। কিন্তু একজন চলচ্চিত্র পরিচালক হিসেবে সাদেক সিদ্দিকী একটি সিনেমার অপমৃত্যু হতে দেবেন না বিধায় নিজেই সাহসী যোদ্ধার প্রযোজকের ভূমিকায় অবতীর্ণ হয়ে আবার ১৩ আগস্ট মধুমিতা মডেল টাউনে শুটিংয়ের কাজ শুরু করলেন। ওইদিন এর গল্প অনুযায়ী আমিন খান ও পপির বিয়ের দৃশ্য এবং দৃশ্যানুযায়ী নানা সংলাপ ধারণ করতেই বিকেল হয়ে যায়। এ বিষয়ে নির্মাতা সাদেক সিদ্দিকী বলেন, ‘মাঝে-মধ্যে আমি নাটকও নির্মাণ করি। নাটক নির্মাণের ক্ষেত্রে হাতে সময় থাকে দুদিন কিংবা বেশি হলে তিন দিন। কিন্তু সেই আমি যখন চলচ্চিত্র নির্মাণ করি তখন যথেষ্ট সময় নিয়ে ভালোভাবে কাজটা শেষ করার চেষ্টা করি। কারণ চলচ্চিত্র বিশাল ক্যানভাসের বিষয়। ছোট ভুলগুলোও বড় হয়ে চোখের সামনে ধরা দেয়। তা যেন না হয়। এদিকে সাহসী যোদ্ধা চলচ্চিত্রটি এখন প্রযোজনা করছে সাদেক সিদ্দিকীর নিজের প্রযোজনা সংস্থা ‘আনন্দ বাজার মাল্টিমিডিয়া’। এই প্রযোজনা সংস্থার ব্যানারে এর আগে তিনি ‘সুন্দরী বেউলা’, ‘ভালোবাসা ছাড়া কেউ কী বাঁচে’ এবং ‘হৃদয় ৭১’ নির্মাণ করেন। উল্লেখ্য, আমিন খান ও পপি প্রথম জুটিবদ্ধ হয়ে অভিনয় করেন দীলিপ সোম পরিচালিত ‘তোমার জন্য ভালোবাসা’। এরপর তারা দুজন বিভিন্ন সময়ে জুটি হয়ে এবং সহশিল্পী হিসেবে ‘মা আমার বেহেস্ত’, ‘লুটপাট’, ‘হীরা চুনি পান্না’, ‘মন দিওয়ানা’, ‘বিশ্ব বাটপার’, ‘দুই ভাইয়ের যুদ্ধ’, ‘ক্ষ্যাপা বাসু’, ‘কসাই’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন। একুশে সংবাদ // এস.রাজ // ১৫.০৮.২০১৮
Link copied!