AB Bank
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

একমাত্র বঙ্গবন্ধুই বাঙালির স্বাধীনতার সফল বাস্তবায়ন করেছিলেন:সংস্কৃতি বিষয়ক মন্ত্রী


Ekushey Sangbad

১১:২৪ এএম, আগস্ট ১৪, ২০১৮
একমাত্র বঙ্গবন্ধুই বাঙালির স্বাধীনতার সফল বাস্তবায়ন করেছিলেন:সংস্কৃতি বিষয়ক মন্ত্রী

একুশে সংবাদ : সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, সুভাষ চন্দ্র বসুসহ যুগে যুগে বহু স্বাধীনতাকামী নেতা বাঙালির স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন। কিন্তু কেউ পুরোপুরি সফল হতে পারেননি। একমাত্র বঙ্গবন্ধুই বাঙালির স্বাধীনতার সফল বাস্তবায়ন করেছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন একাধারে মুক্তিযুদ্ধের সফল মহানায়ক, রাষ্ট্রনায়ক এবং সফল রাজনীতিবিদ। মন্ত্রী গতকাল রাজধানীর বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০১৮ উপলক্ষে বাংলা একাডেমি আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। সংস্কৃতি মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু ছিলেন একজন বিচক্ষণ ও দূরদর্শী মানুষ। আর এ কারণেই তিনি যুদ্ধ বিধ্বস্ত নব্য স্বাধীন বাংলাদেশে শিল্পকলা একাডেমি, লোক ও কারুশিল্প ফাউন্ডেশন, ন্যাশনাল আর্কাইভস প্রতিষ্ঠা এবং দুঃস্থ খেলোয়াড় ও শিল্পীদের জন্য তহবিল গড়ে তোলার কথা ভাবতে পেরেছিলেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর ভাবনার কেন্দ্রবিন্দু ছিল এদেশের গরিব-দুঃখী আপামর জনসাধারণ। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি সংস্কার, বিদ্যুৎ, স্যাটেলাইটসহ এমন কোনো ক্ষেত্র নেই যেটি নিয়ে বঙ্গবন্ধুর সুদূরপ্রসারী চিন্তাভাবনা ছিল না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ আখতারুজ্জামানের সভাপতিত্বে সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক গিয়াস উদ্দিন মোল্যা, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাবেদুল ইসলাম এবং প্রাবন্ধিক ও সাংবাদিক মুহাম্মদ শামসুল হক। স্বাগত বক্তৃতা করেন বাংলা একাডেমির সচিব ও ভারপ্রাপ্ত মহাপরিচালক মোঃ আনোয়ার হোসেন। একুশে সংবাদ // এস.পি.এই // ১৪.০৮.২০১৮
Link copied!