AB Bank
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সিলেটের মেয়র হলেন বিএনপির আরিফুল হক


Ekushey Sangbad

০৭:২৫ পিএম, আগস্ট ১১, ২০১৮
সিলেটের মেয়র হলেন বিএনপির আরিফুল হক

একুশে সংবাদ : সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে বেসরকারিভাবে বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী মেয়র নির্বাচিত হয়েছেন। স্থগিত দুই কেন্দ্রের ভোটগ্রহণ শেষে শনিবার তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়। আরিফ ৬,২০১ ভোটে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরানকে পরাজিত করেন। সিলেট সিটি করপোরেশনে মোট ১৩৪টি কেন্দ্রে ধানের শীষ প্রতীকে আরিফ পেয়েছেন ৯২ হাজার ৫৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামরান নৌকা প্রতীকে পেয়েছেন ৮৬ হাজার ৩৯৭ ভোট। নির্বাচনে স্থগিত হওয়া দুই কেন্দ্রের মধ্যে হবিনন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আরিফ ১,০৫৩ ভোট পেয়েছেন। কামরান পেয়েছেন ৩৫৪ ভোট। গাজী বুরহান উদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষে আরিফ পেয়েছেন ১০৪৯ ভোট। নৌকা প্রতীকে কামরান পেয়েছেন ১৭৩ ভোট। এর আগে ১৩২টি কেন্দ্রের ভোট শেষে হিসেব অনুযায়ী এ দুটি কেন্দ্রে ১৬২ ভোট পেলেই আরিফের বিজয় নিশ্চিত হতো। এর আগে গত ৩০ জুলাই সিসিক নির্বাচন অনুষ্ঠিত হয়। অনিয়মের অভিযোগে নগরীর ২৪ নং ওয়ার্ডের গাজী বুরহান উদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ২৭ নং ওয়ার্ডের হবিনন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন। একুশে সংবাদ // এস.স.প // ১১.০৮.২০১৮
Link copied!