AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্লাস্টিকের ব্যাগ নিষিদ্ধ করল নিউজিল্যান্ড


Ekushey Sangbad

০৫:০৫ পিএম, আগস্ট ১০, ২০১৮
প্লাস্টিকের ব্যাগ নিষিদ্ধ করল নিউজিল্যান্ড

একুশে সংবাদ : প্লাস্টিক ব্যাগ নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে নিউজিল্যান্ড । পরিবেশের ক্ষতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বিষয়টি নিয়ে সোচ্চার নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন। তিনি বলেছেন, দূষণ কমিয়ে আনার কার্যকর পদক্ষেপ হিসেবে আগামী এক বছরে ধাপে ধাপে প্লাস্টিক ব্যাগমুক্ত করা হবে নিউজিল্যান্ডকে। প্রধানমন্ত্রী আরডার্ন আরো বলেন, নিউজিল্যান্ডে বছরে লাখ লাখ প্লাস্টিক ব্যাগ ব্যবহৃত হয়,যা সামুদ্রিক প্রাণী ও মৎস সম্পদের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। বর্জ্য ব্যবস্থাপনায় আমাদের আরো কার্যকর উদ্যোগ নেয়া প্রয়োজন এবং এ ক্ষেত্রে প্লাস্টিক ব্যাগ নিষিদ্ধ করা একটি ভালো পদক্ষেপ। জাসিন্ডা আরডার্ন বলেন, নিউজিল্যান্ডের পরিচ্ছন্নতা ও সবুজ দেশের সুনাম বজায় রাখতে এবং পরিবেশ রক্ষায় আমরা প্লাস্টিক ব্যাগের ব্যবহার থেকে বেড়িয়ে আসবো। পরিবেশবাদী গ্রুপ গ্রিন পিস সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।গত জুনে জাতিসংঘ এক রিপোর্টে জানায়, প্রতি বছর বিশ্বে একবার ব্যাবহৃত প্লাস্টিক ব্যাগের সংখ্যা পাঁচ ট্রিলিয়ন। প্রতি মিনিটে এই ব্যাগের ব্যবহার প্রায় ১০ মিলিয়ন। এ পরিস্থিতিতে ব্যাগটির ব্যবহার কমাতে উদ্যোগ নেওয়া প্রয়োজন এখনই। একুশে সংবাদ // এস.এন.রাজ // ১০.০৮.২০১৮
Link copied!