AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আজ মাশরাফিদের প্রস্তুতি ম্যাচ


Ekushey Sangbad

১০:৪২ এএম, জুলাই ১৯, ২০১৮
আজ মাশরাফিদের প্রস্তুতি ম্যাচ

একুশে সংবাদ : জ্যামাইকায় প্রস্তুতি ম্যাচ খেললেও বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম ওয়ানডে অবশ্য অনুষ্ঠিত হবে গায়নায় আগামী ২২ জুলাই। একই ভেন্যুতে ২৫ জুলাই মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। সেন্ট কিটসে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে ২৮ জুলাই। প্রথম ও তৃতীয় ওয়ানডে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় এবং দ্বিতীয় ওয়ানডে রাত সাড়ে ১২টায় শুরু হবে। ক্রিকেটের তিন ফরম্যাটের মধ্যে ওয়ানডেই লম্বা সময় ধরে বাংলাদেশ দলের সবচেয়ে স্বাচ্ছন্দ্যের ফরম্যাট। টেস্ট সিরিজে ক্যারিবিয়ানদের কাছে বিধ্বস্ত হওয়ার স্মৃতি ভুলে ওয়ানডে সিরিজের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ। কন্ডিশনে ও ওয়ানডে ফরম্যাটের সঙ্গে মানিয়ে নেওয়ার অংশ হিসেবে আজ প্রস্তুতি ম্যাচে মাঠে সফরকারীরা। জ্যামাইকার কিংস্টনে আজ ৫০ ওভারের ম্যাচে স্থানীয় ইউডব্লিউআই ভাইস চ্যান্সেলরস একাদশের বিরুদ্ধে খেলবে বাংলাদেশ। স্যাবাইনা পার্কে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে ম্যাচটি। স্ত্রীর অসুস্থতার কারণে কিছুটা বিলম্বে দেশছাড়া ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা জ্যামাইকা পৌঁছেছেন। গতকালই দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি। আজ প্রস্তুতি ম্যাচে খেলার কথা রয়েছে মাশরাফির। দেশ ছাড়ার আগেও নড়াইল এক্সপ্রেস বলে গেছেন, প্রস্তুতি ম্যাচটি খেলতে চান তিনি। টেস্টের বিপর্যস্ত পারফরম্যান্সের পর গোটা দলই কিছুটা এলোমেলো রয়েছে। ক্রিকেটারদের আত্মবিশ্বাসেও চিড় ধরেছে। জ্যামাইকা পৌঁছে তাই দলের মাঝে স্বস্তি ফিরিয়ে আনাই হবে মাশরাফির প্রধান কাজ। একই সঙ্গে টেস্টের ব্যর্থতাকে চাপা দিয়ে ওয়ানডের আগে দলকে উজ্জীবিত করতে হবে, আত্মবিশ্বাস ফেরাতে হবে গোটা শিবিরে। বিশেষ করে টেস্ট সিরিজে ব্যর্থ হওয়া ব্যাটসম্যানদের ছন্দে ফেরাটা চ্যালেঞ্জিং হবে ওয়ানডেতেও। কন্ডিশন বৈরী হলেও এই ফরম্যাটে নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলা নিশ্চিত করতে পারলে উইন্ডিজদের বিপক্ষে জয়ের আশা করতেই পারে বাংলাদেশ। টেস্ট সিরিজের বাইরে থাকা ছয় ক্রিকেটার মাশরাফির আগে জ্যামাইকায় দলের সঙ্গে যোগ দিয়েছেন। ওয়ানডেতে এনামুল হক বিজয়, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকতের মতো তরুণদের ব্যাটের পানেই চেয়ে থাকবেন বাংলাদেশ অধিনায়ক। তামিম, সাকিব, মুশফিক, মাহমুদউল্লাহর মতো পরীক্ষিতদের পাশাপাশি এই তিন তরুণকে নিয়ে আশাবাদী মাশরাফি। বোলিংয়ে মুস্তাফিজ ফেরায় স্বস্তিতে নড়াইল এক্সপ্রেস। আরেক বাঁহাতি পেসার আবু হায়দার রনি, বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপুর মতো তরুণ বোলারদের মাধ্যমে গেইল-এভিন লুইস দমিয়ে রাখার ছকই কষছেন মাশরাফি। যার মহড়াটা আজ প্রস্তুতি ম্যাচে হবে। একুশে সংবাদ // এস.ই.ফ. রাজ // ১৯.০৭.২০১৮
Link copied!