AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নির্বাচন মানে অপরাধী মুক্তির দর কষাকষি নয় :তথ্যমন্ত্রী


Ekushey Sangbad

০৭:৫০ পিএম, জুলাই ১৬, ২০১৮
নির্বাচন মানে অপরাধী মুক্তির দর কষাকষি নয় :তথ্যমন্ত্রী

একুশে সংবাদ : তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‘নির্বাচন অপরাধী মুক্তির দর কষাকষির বিষয় না। অপরাধী মুক্তির বিষয়কে উছিলা করে নির্বাচন বানচালের সকল ষড়যন্ত্র রুখে দাঁড়াতে হবে। সেইসাথে শান্তি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে যুদ্ধাপরাধী ও জঙ্গি-পৃষ্ঠপোষক দলকে রাজনীতি ও নির্বাচনের বাইরে রাখতে হবে। আজ রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে জাসদ কার্যালয়ের শহীদ কর্নেল তাহের মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও জাসদের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ জাফর সাজ্জাদ খিচ্চুর ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। হাসানুল হক ইনু প্রয়াত নেতা সৈয়দ জাফরের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘সৈয়দ জাফর সাজ্জাদ সংগ্রামী, সৎ ও নির্লোভ রাজনৈতিক জীবনের অধিকারী ছিলেন। তিনি সমাজ পরিবর্তনের লক্ষ্যকে জীবনের লক্ষ্য বেছে নিয়েই দল ও রাজনীতিকেন্দ্রিক জীবনযাপন করতেন।’ ‘সৈয়দ জাফর সাজ্জাদ খিচ্চু মুক্তিযুদ্ধের প্রশ্নে, যুদ্ধাপরাধীদের বিচারের প্রশ্নে আপসহীন ছিলেন বলেই তিনি বিএনপি-জামাত-যুদ্ধাপরাধীদের ক্ষমতার বাইরে রাখার রাজনৈতিক কৌশল প্রয়োগে অগ্রণী ভূমিকা পালন করেছেন’, বলেন তথ্যমন্ত্রী। জাসদের স্থায়ী কমিটির সদস্য মীর হোসাইন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ স্মরণসভায় জাসদ ও অঙ্গসংগঠনের নেতাদের মধ্যে বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, কার্যকরী সভাপতি এডভোকেট রবিউল আলম, স্থায়ী কমিটির সদস্য এডভোকেট হাবিবুর রহমান শওকত, নুরুল আখতার, নাদের চৌধুরী, সহ-সভাপতি এডভোকেট শাহ জিকরুল আহমেদ, সফিউদ্দিন মোল্লা, শহীদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু, শ্রমিক জোট সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েল, ছাত্রলীগ সভাপতি আহসান হাবীব শামীম প্রমুখ। একুশে সংবাদ // এস.পি.এই // ১৬.০৭.২০১৮
Link copied!