AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভারপ্রাপ্ত অর্থসচিব হলেন আব্দুর রউফ


Ekushey Sangbad

০৬:৫২ পিএম, জুলাই ১৬, ২০১৮
ভারপ্রাপ্ত অর্থসচিব হলেন আব্দুর রউফ

একুশে সংবাদ : অর্থ বিভাগের ভারপ্রাপ্ত সচিব হিসেবে নিয়োগ পেলেন একই বিভাগে কর্মরত অতিরিক্ত সচিব আব্দুর রউফ তালুকদার।জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে অর্থ বিভাগের ভারপ্রাপ্ত সচিব নিয়োগ দিয়ে সোমবার (১৬ জুলাই) এক আদেশ জারি করেছে। তিনি সিএজি পদে সদ্য নিয়োগপ্রাপ্ত মোহাম্মদ মুসলিম উদ্দিন চৌধুরীর স্থলাভিষিক্ত হলেন। আব্দুর রউফ তালুকদার ১৯৬৪ সালে সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলাধীন তারাকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিন্সট্রেশন (আইবিএ) থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি যুক্তরাজ্যের বার্মিংহাম ইউনিভার্সিটি থেকে এমএসসি ডিগ্রি লাভ করেন। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি আর্থিক ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে পারদর্শীতা প্রদর্শন করেছেন। বিশেষ করে তিনি দেশের বাজেট প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন। তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে অর্থনীতির ওপর প্রশিক্ষণে অংশ নিয়ে দক্ষতা অর্জর করেন এবং তা দেশের অর্থনীতিতে প্রতিফলন ঘটান। আব্দুর রউফ তালুকদার ও সেলিনা রওশন দম্পতি এক ছেলে ও এক মেয়ের জনক-জননী। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি হওয়ার পর অর্থ বিভাগের বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান। একুশে সংবাদ // এস.ই,ফ // ১৬.০৭.২০১৮
Link copied!