AB Bank
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কেমন আছেন ইরফান খান


Ekushey Sangbad

০৪:৫৫ পিএম, জুলাই ১৬, ২০১৮
কেমন আছেন ইরফান খান

একুশে সংবাদ : ইরফান খান স্নায়ুকোষের টিউমারে আক্রান্ত। তাঁর রোগের নাম ‘নিউরোএন্ডোক্রাইন টিউমার’। তিনি এখন যুক্তরাজ্যের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সেখান থেকে সম্প্রতি নিজের উপলব্ধির কথা বলতে গিয়ে তিনি লিখেছেন, ‘অনিশ্চয়তাই জীবনের একমাত্র সত্য।...আমি আত্মসমর্পণ করছি। জীবন আর মৃত্যুর মধ্যে শুধু এক রাস্তার ফারাক। প্রথম জীবনকে প্রকৃত অর্থেই চিনতে পেরেছি। মনে মনে ঠিক করেছি, না, হেরে যাব না। যে করেই হোক, লড়াইটা চালিয়ে যেতেই হবে।’ প্রিয় তারকার কাছ থেকে এমন মন্তব্য উদ্বিগ্ন করে তাঁর ভক্ত, অনুরাগী আর শুভাকাঙ্ক্ষীদের। সেদিক থেকে তাঁর নতুন এই ছবি কিছুটা হলেও আশা জাগিয়েছে সবার মনে। সবাই বুঝতে পারছেন, এই কঠিন সময়ে খুশিমনেই বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি। টুইটারে ইরফান খান লিখেছেন, ‘কবে ফিরতে পারব, সে সম্পর্কে আমার কোনো ধারণা নেই।’ পুরোপুরি সুস্থ হয়ে ফিরে আসা যে ক্রমেই অনিশ্চিত হয়ে পড়ছে, তা বুঝতে পারছেন বলিউডের শক্তিমান এই অভিনেতা। আগামী ৩ আগস্ট মুক্তি পাচ্ছে ইরফান খান অভিনীত নতুন ছবি ‘কারওয়াঁ’। এই ছবিকে ঘিরে তাঁর নামটি বেশি উচ্চারিত হচ্ছে। এদিকে টুইটারে প্রোফাইল পিকচার বদলেছেন তিনি। যদিও বেশ রোগা হয়ে গেছেন, তারপরও এই ছবিতে ইরফান খানের হাসিমুখ দেখে খুশি তাঁর ভক্ত, অনুরাগী আর শুভাকাঙ্ক্ষীরা। এবার তিনি লিখেছেন, ‘আমি হতাশ নই। আশাও ছাড়িনি। আনন্দেই বেঁচে আছি।’ এদিকে ‘কারওয়াঁ’ ছবির পরিচালক আকর্ষ খুরানা বলেছেন, ‘ইরফানকে ছাড়া ছবির প্রোমোশন অবশ্যই আমাদের কাছে চ্যালেঞ্জিং। আর সেই চ্যালেঞ্জটা আমাদের নিতেই হচ্ছে।’ যুক্তরাজ্যের হাসপাতাল থেকে গত ১৬ মে ইরফান খান তাঁর নতুন ছবির শিল্পীদের শুভেচ্ছা জানান। এক শুভেচ্ছাবার্তায় ৫১ বছর বয়সের এই অভিনেতা লিখেছেন, ‘সরলতা কোনো দিন অভিজ্ঞতা দিয়ে কেনা যায় না। “কারওয়াঁ” ছবিতে অভিনয় করার জন্য দালকির সালমান আর মিথিলা পালকরকে অভিনন্দন। দুজন কারওয়াঁ’স...আমি এবং আমাদের ছবি। ‘কারওয়াঁ’ শব্দের অর্থ যাত্রা। ছবিতে ইরফানের সঙ্গে অভিনয় করেছেন মালয়ালাম তারকা দালকির সালমান আর মারাঠি নায়িকা মিথিলা পালকর। সম্প্রতি টুইটারে ইরফান খানের স্ত্রী সুতপা শিকদার লিখেছেন, ‘আমার সবচেয়ে ভালো বন্ধু ও সঙ্গী একজন যোদ্ধা। ও খুব সুন্দরভাবে এবং দুর্দান্ত ভঙ্গিতে সব প্রতিবন্ধকতার সঙ্গে লড়াই করছে। একুশে সংবাদ // এস.রাজ // ১৬.০৭.২০১৮
Link copied!