AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আসন্ন বিশ্বকাপ বাছাইয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ


Ekushey Sangbad

১০:৫১ এএম, জুলাই ১৫, ২০১৮
আসন্ন বিশ্বকাপ বাছাইয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

একুশে সংবাদ : আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের ফাইনালে আয়ারল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ শনিবার ফাইনাল ম্যাচে আয়ারল্যান্ডকে ২৫ রানে হারিয়েছে সালমা বাহিনী। নেদারল্যান্ডের উট্রেক্টে অনুষ্ঠিত ম্যাচে শুরুতে ব্যাট করে ২০ ওভারে ১২২ রান করে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে আইরিশরা গুটিয়ে ৯৭ রানে। হ্যাটট্রিকসহ ৫ উইকেট নিয়েছেন পান্না। জাহানারা আলমের পর মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে হ্যাটট্রিক তুলে নেন তিনি। মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে অবশ্য বাছাইপর্বে ফাইনালিস্ট দু’দলেরই খেলা নিশ্চিত হয়েছে। আগামী নভেম্বরে ১০ দলের অংশগ্রহণে এই বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। টস জিতে শুরুতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় আইরিশরা। আয়েশার ৪৬ রানের ইনিংসের সুবাদে ২০ ওভারে বাংলাদেশ নয় উইকেটে ১২২ রান করে। এছাড়া ফারজানা ১৭ ও শামিমা করেন ১৬ রান। আইরিশ বোলারদের মধ্যে লুসি ২২ রান দিয়ে চার উইকেট তুলে নেন। জবাবে বোলিংয়ে দুর্দান্ত খেলেছে বাংলাদেশ। ১২ ওভারের খেলায়ই ৫৪ রানের মধ্যে আইরিশদের ছয় উইকেট তুলে নেয় বাঘিনীরা। ইমিয়ের ২৩ রান করে কিছুটা লড়লেও সুবিধা করতে পারেননি। বাংলাদেশের পক্ষে পান্না ঘোষ ১৬ রানের বিনিময়ে একাই হ্যাটট্রিকসহ তুলে নেন ৫ উইকেট। এছাড়া রুমানা দুটি ও নাহিদা নিয়েছেন একটি করে উইকেট। একুশে সংবাদ // এস.ই. ফ // ১৫.০৭.২০১৮
Link copied!