AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আজ মীরসরাই ট্রাজেডির ৭ম বার্ষিকী


Ekushey Sangbad

০৫:৩০ পিএম, জুলাই ১১, ২০১৮
আজ মীরসরাই ট্রাজেডির ৭ম বার্ষিকী

একুশে সংবাদ : মীরসরাই ট্রাজেডির ৭ম বার্ষিকী আজ । ২০১১ সালের ১১ জুলাই’ মীরসরাই উপজেলার আবুতোরাব স্কুলের ৪৫ ছাত্র প্রাণ হারিয়েছিলো । খেলা শেষে বাড়ি ফেরার পথে একটি ঘাতক ট্রাক উল্টে গিয়েছিল সৈদালীর একটি রাক্ষুুসী খাদে। এছাড়া আরো একজন অভিবাবক এবং এক শোকার্ত ব্যক্তি ও মৃত্যুবরণ করেছিল। নিহতদের পরিবার ও স্বজনদের সমবেদনা জানাতে সেদিন ছুটে এসেছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সহ সরকারের বিভিন্ন পর্যায়ের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। পাশে এসে দাড়িয়েছে দেশী বিদেশী অনেক সংস্থা ও প্রতিষ্ঠান। গৃহায়ন ও গনপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এর উদ্যোগে সেই খাদে নির্মিত হয়েছে স্মৃতিসৌধ ‘অন্তিম’। বিদ্যালয়ের মূল ফটকে স্মৃতিসৌধ ‘আবেগ’ নির্মান করেন তৎকালিন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। এই দুটি স্মৃতি সৌধে প্রতিবারের মতো এবার ও শ্রদ্ধা জানাবে বিদ্যালয়ের সকল শিক্ষার্থী শিক্ষক সহ এলাকার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। আবুতোরার উচ্চ বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক মর্জিনা আক্তার জানান সকাল ৮টায় ভিন্ন ভিন্ন ধর্ম অবলম্বনে বিশেষ দোয়া ও প্রার্থনা, সকাল ৯টায় কালো ব্যাজ ধারন, সকাল ১০টায় শোক র‌্যালী, ১০.৩০ আবেগ থেকে অন্তিমে গিয়ে পুস্পস্তবক অর্পন, সকাল ১১টা থেকে স্মৃতিচারন ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এই মীরসরাই ট্র্যাজেডি একটি দুঃসহ কান্নার নাম । আজো ৪৫ পরিবারে স্বজনহারাদের শোকার্ত মুখগুলোর বুকে ঝরবে কান্না। এই কান্নার জন্য শুধু আমরা সকলেই যুগে যুগে সমব্যথিত । এই শিশুরা মানুষের মনে গেঁথে রইবে ইতিহাস হয়ে। আমাদের সকলের কামনা এমন মর্মান্তিক ঘটনার পূনরাবৃত্তি যেন আর কোনদিন না ঘটে পৃথিবীর কোথাও। একুশে সংবাদ // এস.এন.জ // ১১.০৭.২০১৮
Link copied!