AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ড. হুমায়ুন কবীর পরিচালিত আলেয়া চলচ্চিত্র মুক্তি পাচ্ছে ২৯ জুন


Ekushey Sangbad

১০:০৬ এএম, জুন ২৬, ২০১৮
ড. হুমায়ুন কবীর পরিচালিত আলেয়া চলচ্চিত্র মুক্তি পাচ্ছে ২৯ জুন

ফারুক আহমেদ : শুক্রবার ভারতের বিভিন্ন প্রেক্ষাগৃহে ড. হুমায়ুন কবীর পরিচালিত আলেয়া চলচ্চিত্র মুক্তি পাচ্ছে। প্রিয়া সিনেমা হলে প্রিমিয়ার শো ২৯ জনু সন্ধ্যা ৬ টার সময়। "আলেয়া" চলচ্চিত্রে ব্যবহৃত হয়েছিল চরিত্রকে ফুটিয়ে তুলতে কিছু শব্দ যেমন, ত্রিশূল গাঁথা, কাফের, আমেদাবাদ, গুজরাট ও জয় শ্রীরাম এই পাঁচটি শব্দই সেন্সর বোর্ডের আপত্তিজনক মনে করেছিলেন এবং সাইলেন্ট করে দিলে তবেই মিলবে ছাড়পত্র বলেছিলেন। সেন্সর বোর্ড জানিয়ে দিয়েছিল পরিচালক ড. হুমায়ুন কবীরকে। সেন্সর বোর্ডের কথা মেনে নিতেই ছাড়পত্র মিলল এবং ড. হুমায়ুন কবীর পরিচালিত আলেয়া চলচ্চিত্র মুক্তি পাচ্ছে ২৯ জুন শুক্রবার রাজ্যের বিভিন্ন প্রেক্ষাগৃহে। দক্ষ প্রশাসক ও সমাজ সচেতন পুলিশ আধিকারিক ড. হুমায়ুন কবীর পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা থানার অন্তর্গত রায়পুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বহু সংগ্রামের মধ্য দিয়ে উচ্চশিক্ষা অর্জন করেছেন। মেধাবী ছাত্র হিসেবে তাঁর সুনাম আছে গোটা রাজ্যে। কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে ড. হুমায়ুন কবীর উদ্ভিদবিদ্যায় এমএসসি করেছেন। এমএসসি'র ফাইনাল পরীক্ষায় তিনি দারুণ ফল করেছিলেন (প্রথম শ্রেণিতে প্রথম)। ওইসময় তিনি ভাল ফল করে জেলার মুখ উজ্জ্বল করেছিলেন। হুমায়ুন কবীর পিএইচডি ডিগ্রিও অর্জন করেছেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। কয়েকমাস শিক্ষকতার চাকরিও করেছেন। ১৯৯০ সালে ড. হুমায়ুন কবীর পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস পরীক্ষায় সফল হয়ে পুলিশের চাকরিতে যোগদান করেন। রাজ্যের বিভিন্ন জেলায় অতি দক্ষতার সহিত দায়িত্ব সামলেছেন তিনি। বীরভূম, বর্ধমান, মুর্শিদাবাদ জেলার সুপারিন্টেনডেন্ট অব পুলিশ এই গুরুদায়িত্বপূর্ণ পদে আসীন হয়ে তিনি বিশেষ দক্ষতার পরিচয় দিয়েছেন। বর্তমানে তিনি কলকাতা ট্রাফিক পুলিশের ডিআইজি পদে কর্মরত। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে দার্জিলিংকে শান্ত করতে বিশেষ দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন। ২০০১-২০০২ সালে সংযুক্ত জাতিপুঞ্জের হয়ে বসনিয়া-হারজিগোভিনায় পিস কিপিং ফোর্স হিসাবেও কাজ করেছেন। এই মুহূর্তে তিনি বাংলা সাহিত্যজগতে একজন প্রখ্যাত সাহিত্যিকও বটে। তাঁর রচিত উল্লেখযোগ্য গ্রন্থ 'নখের দাগ' প্রকাশিত হওয়ার আগে ধারাবাহিক ভাবে প্রকাশিত হয়েছিল 'সানন্দা' পত্রিকায়। এছাড়াও 'আলেয়া' নামক গল্পগ্রন্থ পাঠক দরবারে বিশেষ দাগ কেটেছিল। কয়েকমাস ধরে ড. কবীর-এর লেখা উপন্যাস 'দেশ' পত্রিকায় ধারাবাহিক প্রকাশিত হয়। উপন্যাসটির নাম 'ফাইনাল গাজি' যা পাঠকদের মুগ্ধ করেছিল। 'দেশ' পত্রিকায় ধারাবাহিক প্রকাশের সময় প্রতিসংখ্যায় টানটান উত্তেজনা ও বিশেষ মোড় পাঠক সমৃদ্ধ হয়। আগামীতে সামাজিক কল্যাণে তিনি আরও অনেক মূল্যবান চলচ্চিত্র পরিচালনা করবেন বলে জানিয়েছেন এই প্রতিবেদকে। তিনি প্রতিনিয়ত বিভিন্ন পত্রিকায় প্রবন্ধ ও গল্প লিখছেন। পাঠক সমাজ সমৃদ্ধ হচ্ছে তাঁর লেখা পড়ে। চরম প্রশাসনিক ব্যস্ততার মধ্যে থেকেও তিনি সমাজকে নিয়ে ভাবেন এবং সমাজকে সুপথে চালিত করতে তিনি বড় উদ্যোগ নিয়েছেন। বিগত ২২ বছর তিনি বিভিন্ন জেলায় মানুষকে সচেতন করতে ইসলামী জলসা গুলোতে গিয়ে বক্তব্য রাখেছেন এবং এখনও রাখেন। সম্প্রতি দুটি ইসলামী জলসাতে তাঁর মূল্যবান বক্তব্য শোনার সৌভাগ্য হয়েছিল আমার। প্রান্তিক মানুষদেরকে সচেতন করতে তিনি আহ্বান জানান আধুনিক শিক্ষা অর্জন করে এগিয়ে আসতে হবে মূল স্রোতে। তিনি নিজেদের মধ্যে মারামারি না করার কথা তুলে ধরলেন। এবার তিনি কমারশিয়াল চলচ্চিত্র বাংলা সিনেমা পরিচালনা করলেন। ড. হুুমায়ুন কবীর জানিয়েছেন, তাঁর পরিচালিত প্রথম চলচ্চিত্র "আলেয়া"র শ্যুটিং শেষ হয়েছে কয়েকমাস আগেই। মুক্তির অপেক্ষায় প্রহর গুনছিলল চলচ্চিত্রটি। ''আলেয়া'' মানব সমাজে গভীর ভাবে দাগ কাটবেই তাঁর এবং আমার দৃঢ় বিশ্বাস। এই চলচ্চিত্র নিয়ে তিনি বিশেষ আশাবাদী। এক প্রশ্নের উত্তরে তিনি জানালেন, 'শত কাজের ব্যস্ততার মধ্যেই ছবির শ্যুটিংটা সেরে ফেললাম। কী জানেন, আমরা সবাই সমাজবদ্ধ জীব। সমাজের প্রতি দায়বদ্ধতা আছে। সচেতন মানুষ হিসেবে বলতে পারি আজকের পারিপার্শ্বিক অবস্থান খুব একটা সুখের নয়। কোথাও একটা ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। আমার ছবির বক্তব্য বাল্যবিবাহ আর সাম্প্রদায়িকতার বিরুদ্ধে।' এই 'আলেয়া' একটি থ্রিলার ছবি। ছবিতে অভিনয় করেছেন প্রিয়াংকা সরকার, সায়নী ঘোষ, অংকিতা, তনুশ্রী চক্রবর্তী এবং বাংলাদেশের নায়ক বিশিষ্ট অভিনেতা আমন রেজা। অন্য চরিত্রে অভিনয় করেছেন, গৌতম হালদার, শেখর সমাদ্দার, খরাজ মুখোপাধ্যায়, সৌম্যজিৎ মজুমদার এবং বিশেষ চরিত্রে অভিনয় করেছেন বিখ্যাত অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায়, ড. হুমায়ুন কবীর ও তাঁর স্ত্রী অন্দিতা কবীর। একুশে সংবাদ // এস.ফারুক // ২৬.০৬.২০১৮
Link copied!