AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শ্রীপুরে এক স্কুল ছাত্রকে বলাৎকারের চেষ্টা


Ekushey Sangbad

০৭:৪৪ পিএম, জুন ৯, ২০১৮
শ্রীপুরে এক স্কুল ছাত্রকে বলাৎকারের চেষ্টা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুর মডেল পাবলিক স্কুল এন্ড কলেজের ৫ম শ্রেনীর এক ছাত্রকে বলাৎকার করার চেষ্টার অভিযোগে পাওয়া গেছে। গাজীপুরের শ্রীপুর উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নের নতুন বাজার এলাকায় এঘটনা গটে। ৯জুন স্কুলে পরিক্ষা শেষে বাড়ি যাওয়ার পথে ওই ছাত্র স্কুলের পাশে দোকানে যায় মজা কিনার জন্য,এসময় ওই দোকানদার ওই ছেলেকে জোড় পূর্বক বলাৎকার করার চেষ্টা করে। পরে ওই ছাত্রের চিৎকারে আশপাশের ও স্থানীয় লোক জন এসে ছেলেকে উদ্ধার করে পুরিশকে খবর দেয়,ওই সময় বখাটে দৌড়ে পালিয়ে যায়। অভিযোক্ত বখাটে হলেন উপজেলার গাজীপুর ইউনিয়নের মৃত জাহেদ আলীর ছেলে শামছুল আলম (৫০),স্থানীয়রা বলেন এর আগেও কয়েক বার অনেক ছেলেদের সাথে এই সব কাজ করেছে,কিন্তু স্থনীয় নেতারা টাকা খেয়ে বিচার করেনাই। এই জন্য বার বার পার পেয়ে যায়। ওই ছাত্রের পিতা হুমায়ন কবির বলেন,এর আগে এরক ঘটনা কয়েকটা করেছে,এলাকায় কোনো বিচার হয়নি তার। আমার ছেলের সাথে যে কাজটা করতে চেয়েছিল সেটা অনেক নেক্কার জনক ঘটনা। এর বিচার হওয়া দরকার। এ ঘটনায় এলাকাবাসী জানায়, এর আগে সেম ঘটনায় বিভিন্ন সংবাদ মাধ্যমে এঘটনায় সংবাদ প্রকাশের পরও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এলাকার কোনো কর্তৃপক্ষর টনক নড়েনা। অভিযুক্ত শামছুলকে ঘটনার সাথে সাথে ধরা হলেও ম্যানেজ হয়ে যাওয়ায় ঘটনাটি ধামাচাপা দিতে তৎপর হয়ে উঠে স্থানীয় কিছু নেতা। স্কুলের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বলেন,আমার স্কুলে মানখণ্য হয়েছে,তার বিচার হওয়া দরকার, এর বিচার না হলে স্কুলের সম্মান নষ্ট হবে তবে স্কুলের বাহিরে এই ঘটনাটি ঘটেছে, এর আগের অভিযোগ প্রভাবশালীরা ম্যানেজ হয়ে যাওয়ায় অভিযোগটি ওই অভিবাবককে চাপ দিয়ে প্রত্যাহার করে নেয়া হয়েছে। এই শামছুল এর আগে আরো এক শিক্ষার্থী কে বালাৎকারের চেষ্টার অভিযোগ করে ছিলেন এক অভিবাবক, কিন্তু সেই অভিযোগ আবার প্রত্যাহার করে নেয়া হয়েছে। এলাকাবাসী জানায়, দূর্বল ম্যানেজিং কমিটি হওয়ায় গাজীপুর মডেল পাবলিক স্কুল এন্ড কলেজের রাহুর দশা কাটছে না। একের পর এক অঘটন ঘটেই চলেছে। ম্যানেজিং কমিটির সদস্যরা তাদের নিজেদের আখের গোছাতে ব্যস্তা থাকায় স্কুলের শিক্ষা ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। এ বিষয়ে এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। একুশে সংবাদ // এস.সানি // ০৯.০৬.২০১৮
Link copied!