AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

"বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখাটা অসম্ভব কিছু না"


Ekushey Sangbad

১২:৫০ পিএম, মে ২৩, ২০১৮

একুশে সংবাদ: আসন্ন রাশিয়া বিশ্বকাপের জন্য ইংল্যান্ডের অধিনায়ক মনোনীত হয়েছেন হ্যারি কেন। আর সর্বোচ্চ এই আসরে প্রথমবারের মত সেনাপতির দায়িত্ব পেয়েই শিরোপা জয়ের স্বপ্নে বিভোর হয়ে উঠেছেন তারকা এই স্ট্রাইকার। টটেনহ্যামের এই স্ট্রাইকার তাই এবারের বিশ্বকাপে নিজেদের সম্ভাবনা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেছেন, ‘বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখাটা আমাদের জন্য অসম্ভব কিছু না। এটাই বিশ্বের সর্বোচ্চ টুর্নামেন্ট। আমার কাছে এই আসরে খেলাটাই অনেক বড় ব্যপার। আর শিরোপা জয়ের স্বপ্ন আমরা দেখতেই পারি। পুরো দলের ওপর আমার আস্থা আছে। আমি মনে করি যেকোন দলেরই এই সম্ভাবনা আছে। এখানে বসে আমি যদি বলি আমরা শিরোপা জয়ের জন্য মাঠে নামবো না তবে সেটা কোন কথাই না। আমি যা পারি সব কিছুই জিততে চাই। এবং আমার মতই দলের অনেক খেলোয়াড়েরই একই ইচ্ছা। আর এই চেষ্টাই আমরা করবো। তবে জানি এতটা সহজ কিছুই না। বিশ্বকাপে সব দলই ভাল, তবে আমরা লড়াই করবো। শিরোপা জয়ের স্বপ্ন আমার মত ইংল্যান্ড দলের অন্যদেরও আছে। এটা আমাদের জন্য একটি সুযোগ।’ গ্যারেথ সাউথগেট কোচ হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই ২৪ বছর বয়সী এই স্ট্রাইকারের কাঁধেই যে অধিনায়কের দায়িত্ব আসতে যাচ্ছে তার ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। তবে বাড়তি এই দায়িত্ব নিজের ফরোয়ার্ড লাইনের পারফরমেন্সে মোটেই প্রভাব ফেলবে না বলেই কেন বিশ্বাস করেন। তিনি বলেন, ‘যখন থেকে আমি ইংল্যান্ডের আর্মব্যান্ড পড়েছি আমি গোলও করেছি। আশা করছি এবারও সেই ধারাবাহিকতা বজায় থাকবে। তবে এবারের দায়িত্বটা ভিন্ন। আমি সত্যিই গর্বিত। তবে তারপরেও আমি আমার নিজের স্বাভাবিক দায়িত্ব ঠিকই পালন করবো। আগামী ১৮ জুন তিউনিশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ইংল্যান্ড তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে। গ্রুপ-জি’র অপর দুটি দল হলো পানামা ও বেলজিয়াম। একুশে সংবাদ // এস.র.ন // ২৩.০৫.২০১৮
Link copied!