AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাশিয়া বিশ্বকাপে স্পেনের চমক


Ekushey Sangbad

১০:৩১ এএম, মে ২২, ২০১৮
রাশিয়া বিশ্বকাপে স্পেনের চমক

একুশে সংবাদ :চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করে অবশ্য সমর্থকদের একটু চমকেই দিয়েছেন লোপেতেগি। সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের দলে জায়গা পাননি বার্সেলোনার মাঝমাঠের খেলোয়াড় সার্জি রবার্তো ও চেলসি ফরোয়ার্ড আলভেরো মোরাতা। প্রাথমিক দল আগেই ঘোষণা হয়েছে। এবার রাশিয়া বিশ্বকাপকে সামনে রেখে স্পেন জানিয়ে দিল চূড়ান্ত দল। দলের কোচ হুলেন লোপেতেগি ঘোষণা করেছেন ২৩ সদস্যের দলের নাম। আসন্ন বিশ্বকাপে স্পেন রয়েছে ‘বি’ গ্রুপে। পর্তুগাল ও ইরানের সঙ্গে তাদের লড়তে হবে আফ্রিকান দল মরক্কোর বিপক্ষেও। ১৫ জুন বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোদের বিপক্ষে মাঠে নামবে স্পেন। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার গোলেই শিরোপা জিতেছিল স্পেন। এটাই যে হতে যাচ্ছে ৩৪ বছর বয়সী মিডফিল্ডারের শেষ বিশ্বকাপ তেমনটা কিন্তু অনেকটাই নিশ্চিত। ২০১৮ বিশ্বকাপের স্কোয়াডে রাখা হয়েছে রোববার রাতেই বার্সেলোনার হয়ে শেষ ম্যাচ খেলে ফেলা ইনিয়েস্তাকে। রাশিয়া বিশ্বকাপে ২৩ সদস্যের স্পেন দল : গোলরক্ষক : ডেভিড ডি হেয়া, কেপা আরিজাবালগা ও পেপ রেইনা। ডিফেন্ডার : দানি কারভাহাল, আলভেরো ওদ্রিজোয়া, জেরার্ড পিকে, সার্জিও রামোস, নাচো, সিজার অজিপিলিকুইতা, জর্দি আলবা ও নাচো মনোরিয়েল। মিডফিল্ডার : সার্জিও বুস্কেটস, কোকে, সাউল নিগুয়েজ, থিয়াগো আলকানতারা, ডেভিড সিলভা ও আন্দ্রেস ইনিয়েস্তা। ফরোয়ার্ড : ইস্কো, মার্কো আসেন্সিও, লুকাস ভাসকেজ, লাগো আসপাস, রদ্রিগো মরেনো ও দিয়েগো কস্তা। একুশে সংবাদ // এস.র.ন // ২২.০৫.২০১৮
Link copied!