AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দলে জায়গা হারিয়ে কষ্টে অবসরে জার্মান স্টাইকার


Ekushey Sangbad

০১:২৪ পিএম, মে ২০, ২০১৮
দলে জায়গা হারিয়ে কষ্টে অবসরে জার্মান স্টাইকার

একুশে সংবাদ : জার্মানির হয়ে ২০১৭ সালে অভিষেক হয়েছে সান্দ্রো ওয়াগনারের। এরপর জার্মান কোচ জোয়াকিম লোর অধীনে ৮ ম্যাচ খেলে ৫ গোল করেছেন। ব্রাজিলের সঙ্গে জার্মানির সর্বশেষ প্রীতি ম্যাচেও খেলেছেন তিনি। কিন্তু ওয়াগনারকে রাশিয়া বিশ্বকাপের ২৭ সদস্যের প্রাথমিক দলে রাখেননি জার্মান কোচ। আর এ কারণে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বায়ার্ন মিউনিখ স্টাইকার ওয়াগনার। বিশ্বকাপের আগে ওয়াগনারের এমন সিদ্ধান্তে বেশ ক্ষেপেছেন জার্মানিকে বিশ্বকাপ জেতানো কোচ জোয়াকিম লো। ওয়াগনার অবসরের ঘোষণা দিয়ে বলেন, 'এটা আমার কাছে পরিষ্কার যে আমি কোচের দলে থাকার উপযোগী না। কারণ আমি সবসময় সৎ, উন্মুখ এবং সরাসরি কথা বলতাম। তিনি দলকে শুভকামনা জানিয়ে বলেছেন, 'আশা করছি আমাদের দল রাশিয়া থেকে বিশ্বকাপ জয় করেই ফিরবে।' এছাড়া ওয়াগনার জার্মান দলে মারিও গোমেজ, টিমো ওয়ার্নার এবং জার্মানির হয়ে কোন ম্যাচ না খেলা নিল পিটারসনকে দলে নেওয়া একতরফা বলে মনে করছেন। ওয়াগার অবশ্য জার্মান দলে সুযোগ পেয়ে মোটামুটি নিয়মিত ছিলেন। খেলেছেন জার্মানির কনফেডারেশন কাপ জয়ী দলের হয়েও। এছাড়া তিনি বায়ার্ন মিউনিখের হয়ে ১৪ ম্যাচে মাঠে নেমে ৮ গোল করেছেন। এর আগে বিশ্বকাপ দলে জায়গা পেতে যাচ্ছেন এমন এক মন্তব্য করেন তিনি। সে বিষয়ে ওয়াগনার বলেন, 'আমি যদি বলি হতাশ হয়নি তাহলে মিথ্যা বলা হবে। তবে জীবন মানে শুধু ফুটবল না। এটাও মনে রাখতে হবে। ওয়াগনারের সমালোচনা করে জার্মান কোচ বলেন, 'এমন সিদ্ধান্ত নেওয়া ৩০ বছর বয়সী স্টাইকারের জন্য হঠকারিতা। সে তার সতীর্থদের সরাসির সমালোচনা করছে। তার ভাবটা এমন, যারা জার্মান দলে জায়গা পেয়েছে এবং দলকে নেতৃত্ব দিচ্ছে তারা বোকার দল। তারা দলে আছে কারণ তারা কেউ মুখ খোলে না। আর ওয়ারনার কথা বলে বলেই সে দলে নেই। একুশে সংবাদ // এস.র.ন // ২০.০৫.২০১৮
Link copied!