AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিশ্বকাপের চমকপ্রদ কিছু তথ্য


Ekushey Sangbad

১২:২৩ পিএম, মে ২০, ২০১৮
বিশ্বকাপের চমকপ্রদ কিছু তথ্য

একুশে সংবাদ : আর মাত্র ২৪ দিন পর পর্দা উঠছে রাশিয়া বিশ্বকাপের। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফুটবলের এ মহাযজ্ঞ শুরু হবে আগামী ১৪ জুন। ১. বিশ্বকাপে ডেনমার্ক তাদের সব গোলই (২৭) করেছে বক্সের ভেতর থেকে। ২. বিশ্বকাপের ইতিহাসে জনসংখ্যার দিক থেকে সবচেয়ে ক্ষুদ্রতম দেশ হিসেবে চূড়ান্তপর্বের টিকিট পেয়েছে এবার রাশিয়া বিশ্বকাপে আইসল্যান্ড। দেশটির জনসংখ্যা মাত্র ৩ লাখ ৩৫ হাজার। ৩. সবশেষ দল হিসেবে ব্যাক টু ব্যাক বিশ্বকাপ জিতেছে ব্রাজিল (১৯৫৮ ও ১৯৬২)। ৪. এবার দক্ষিণ আমেরিকান অঞ্চলের বাছাইপর্বে আর্জেন্টিনার (১৯) চেয়ে কম গোল করেছে শুধু বলিভিয়া (১৮)। ৫. দক্ষিণ আমেরিকান অঞ্চলের বাছাইপর্বে সর্বোচ্চ গোলদাতা উরুগুয়ের স্ট্রাইকার এডিনসন কাভানি (১০)। ৬. ২০১৪ বিশ্বকাপ ও ২০১৮ বাছাইপর্বে কলম্বিয়ার সর্বোচ্চ গোলদাতা হামেস রদ্রিগেজ। বিশ্বকাপে তার দেশের শেষ ১০ গোলের ৮টিতে তিনি সম্পৃক্ত ছিলেন (৬ গোল, ২ অ্যাসিস্ট)। ৭. বিশ্বকাপে পেরুর ১৯ গোলের ১০টি করেছেন এবং দুটি অ্যাসিস্ট করেছেন তিওফিলো কুবিলাস (৬৩ শতাংশ)। ৮. মেক্সিকো শেষ ছয় বিশ্বকাপেই শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে। গ্রুপপর্বে তাদের শেষ ১৭ ম্যাচের মধ্যে তারা হেরেছে মাত্র দুটি (৮ জয়, ৭ ড্র)। ৯. টাইব্রেকার বাদে ২০১৪ বিশ্বকাপের তিন অপরাজিত দলের একটি কোস্টারিকা। অন্য দুই দল নেদারল্যান্ডস ও জার্মানি। ১০. তিউনিসিয়া তাদের প্রথম বিশ্বকাপ ম্যাচই জিতেছিল (১৯৭৮ সালে, মেক্সিকোর বিপক্ষে ৩-১ গোলে) এবং তারপর থেকে তাদের ১১ ম্যাচের একটিও জিততে পারেনি (৪ ড্র, ৭ হার)। সবচেয়ে বেশি ম্যাচে জয়হীন থাকার রেকর্ডটা বুলগেরিয়ার, ১৯৬২ থেকে ১৯৯৪ বিশ্বকাপ পর্যন্ত ১৭ ম্যাচে তারা জয়ের মুখ দেখেনি। একুশে সংবাদ // এস.র.ন // ২০.০৫.২০১৮
Link copied!