AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কানে গদার পেলেন বিশেষ পাম দ’র


Ekushey Sangbad

১১:৫৮ এএম, মে ২০, ২০১৮
কানে গদার পেলেন বিশেষ পাম দ’র

একুশে সংবাদ : পর্দা নামলো কান চলচ্চিত্র উৎসবের ৭১তম আসরের। শনিবার (১৯ মে) উৎসবের শেষ দিন অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী। এবারের উৎসবে বিশেষ সম্মাননা পাম দ’র পেলেন ফরাসি কিংবদন্তি নির্মাতা জ্যঁ-লুক গদার। ‘দ্য ইমেজ বুক’ ছবির জন্য তাকে এই সম্মাননা দেওয়া হয়। সমাপনী অনুষ্ঠানে গদার উপস্থিত না থাকায় তার পক্ষ থেকে সম্মাননা গ্রহণ করেন ‘দ্য ইমেজ বুক’-এর চিত্রগ্রাহক ফ্যাব্রিস আরেগনো। গদারের ‘দ্য ইমেজ বুক’ সিনেমাটির উদ্বোধনী প্রদর্শনী হয় গত শুক্রবার (১৮ মে) রাতে। তবে এতে অংশ নেননি তিনি। ১৯৬৮ সালের বৈপ্লবিক আন্দোলনের পর থেকে গদার এই উৎসব বর্জন করেন। এরপর একবারও কানে আসেননি তিনি। তবে এবার ইতিহাস গড়ে ফেসটাইমের মধ্য দিয়ে উৎসবের সংবাদ সম্মেলনে সংযুক্ত হয়েছিলেন এই নির্মাতা। সুইজারল্যান্ডের রলে শহর থেকে সবার প্রশ্নের জাবাব দেন তিনি। ২০১০ সালে গদারের ‘সোশ্যালিজম’ সিনেমাটি স্থান পায় উৎসবে। ২০১৪ সালে ‘গুডবাই টু ল্যাঙ্গুয়েজ’ ছবির জন্য জুরি পুরস্কার পান তিনি। বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, মে ২০, ২০১৮ একুশে সংবাদ // এস.ইফা // ২০.০৫.২০১৮
Link copied!