AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগানোর বিকল্প নেই :বীর বাহাদুর উ শৈ সিং


Ekushey Sangbad

১১:১১ এএম, মে ২০, ২০১৮
পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগানোর বিকল্প নেই :বীর বাহাদুর উ শৈ সিং

একুশে সংবাদ : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং বলেছেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগানোর বিকল্প নেই। একটি গাছ কাটলে চারটি গাছের চারা রোপণ করতে হবে। গাছ আমাদের পরম বন্ধু, তাই গাছের যথাযথ পরিচর্চাও করতে হবে। আজ বান্দরবান জেলা পুলিশের উদ্যোগে জেলা পুলিশ লাইন্সে বিভিন্ন ইউনিটে মিশ্র ফলের গাছ রোপণ কর্মসূচির উদ্বোধনকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। প্রতিমন্ত্রী আরো বলেন, গাছের মাধ্যমে আমরা আর্থিকভাবেও উপকৃত হই। তাছাড়া বিভিন্ন ঔষধি গাছ আমাদের প্রাণ রক্ষায়ও ভূমিকা রাখে। এসময় তিনি গাছের চারা রোপণের জন্য ১ লাখ টাকা অনুদানের ঘোষণা দেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবানের পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মুহাম্মদ আলী হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইয়াছির আরাফাতসহ বান্দরবান জেলা পুলিশের বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। উল্লেখ্য, বান্দরবান পার্বত্য জেলার পুলিশ লাইন্স, থানা, পুলিশ ব্যারাক, পুলিশ ফাঁড়ি, পুলিশ ক্যাম্প, পুলিশ তদন্ত কেন্দ্রসহ বিভিন্ন স্কুল কলেজ ও রাস্তার ধারে প্রায় ১ লাখ মিশ্র ফলের গাছের চারা রোপণ করা হবে। আর এই গাছের চারা রোপণের ফলে বান্দরবান পার্বত্য জেলার সৌন্দর্য বৃদ্ধি পাবে।   একুশে সংবাদ // এস.পি.এই // ২০.০৫.২০১৮
Link copied!