AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হিগুয়াইনের গোল না পাওয়ার সেই ভুল পোড়ায় না


Ekushey Sangbad

১০:৫৭ এএম, মে ২০, ২০১৮
হিগুয়াইনের গোল না পাওয়ার সেই ভুল পোড়ায় না

একুশে সংবাদ : ২০১৪ বিশ্বকাপের পর ২০১৫ ও ২০১৬ কোপা আমেরিকার ফাইনালে হেরে বিষাদে ডুবতে হয়েছে আর্জেন্টিনার সোনালি প্রজন্মকে। এভাবে বারবার তীরে এসে তরি ডোবার জন্য আর্জেন্টিনার সমর্থকদের কাছে খলনায়ক হয়ে গেছেন হিগুয়াইন! ফাইনালের চাপ নিতে পারেন না তিনি। দুয়ারে আরেকটি বিশ্বকাপ কড়া নাড়ায় বড় ম্যাচে হিগুয়াইনের হারার সেই দীর্ঘ ইতিহাস আবারও সামনে চলে এসেছে। আসন্ন ২০১৮ রাশিয়া বিশ্বকাপের জন্য ঘোষিত আর্জেন্টিনার প্রাথমিক দলে আছেন জুভেন্টাস ফরোয়ার্ড। এবারও আর্জেন্টিনা ফাইনালে উঠলে কান্নাভেজা গল্পটা নিশ্চয়ই নতুন করে লিখতে চাইবেন হিগুয়াইন। তবে রাশিয়ায় ভালো করার তাড়না থাকলেও ২০১৪ বিশ্বকাপ ফাইনালের ভুল কিন্তু একদই পোড়ায় না তাকে! বিশ্বকাপ ফাইনালে না পাওয়া গোলের চেয়ে প্রিয়তমা স্ত্রী ও আদরের সন্তানের চাঁদমুখ তার কাছে অনেক বেশি আরাধ্য। সে জন্যই হয়তো মারাকানার দুঃস্বপ্ন তাড়া করে না তাকে। চার বছর আগের সেই ফাইনালে জার্মানির কাছে অতিরিক্ত সময়ের গোলে হেরেছিল আর্জেন্টিনা। কিন্তু ম্যাচটা ৯০ মিনিটেই শেষ হতে পারত যদি হিগুয়াইন তার কাজটা ঠিকভাবে করতেন। সেদিন ম্যাচে বেশ কয়েকটি সহজ সুযোগ হাতছাড়া করেছেন এই স্ট্রাইকার। টিএনটিকে দেয়া এক সাক্ষাৎকারে হিগুয়েইন আরও বলেছেন, ফুটবলই জীবনের সবকিছু নয়, ‘জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হল, ফুটবল ছেড়ে দেয়ার পর যেন ভালো মানুষ হওয়া যায়। কিছু মানুষ যেন থাকে যারা তাকে ভালোবাসে। যেসব মানুষ শুধু আপনার গোল উদ্?যাপন করে, তারা এর মধ্যে গুরুত্বপূর্ণ নয়। সাক্ষাৎকারে আরেকটি চমক জাগানো তথ্য দিয়েছেন জুভেন্টাস স্ট্রাইকার। ২০১৬ সালে নাকি অবসরের কথা ভেবেছিলেন তিনি। না, মেসির মতো কোপার ফাইনালে হেরে যাওয়ার সঙ্গে এই চিন্তার কোনো সম্পর্ক নেই। মা অসুস্থ হওয়ায় ফুটবল ছেড়ে দেয়ার কথা ভেবেছিলেন হিগুয়াইন, ‘খুব বাজে একটা সময় ছিল। আমি খেলা থামিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু মা-ই মানা করল। আমি সিদ্ধান্ত নিলে, খেলা ছেড়ে দিতাম। বাকি সবকিছু তখন গুরুত্বহীন হয়ে উঠেছিল। আমি মাকে ভালোবাসি, মা-ই আমাকে খেলা চালিয়ে যাওয়ার শক্তি জুগিয়েছেন। বলেছেন, আমাকে এমন কিছু ছাড়তে দেবেন না, যেটা আমি তার জন্য ভালোবাসি।’ নাপোলি ছেড়ে তার জুভেন্টাসে যাওয়া নিয়ে অনেক জল ঘোলা হলেও হিগুয়াইন মনে করেন ক্যারিয়ারের স্বার্থে সঠিক সিদ্ধান্তই তিনি নিয়েছেন। একুশে সংবাদ // এস.র.ন // ২০.০৫.২০১৮
Link copied!