AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রামগঞ্জে আগুনে পুড়ে গেছে ১০ বসতঘর, অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি


Ekushey Sangbad

০৬:০৫ পিএম, মে ১৭, ২০১৮
রামগঞ্জে আগুনে পুড়ে গেছে ১০ বসতঘর, অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ জেলার রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়নের পৃথক অগ্নিকান্ডে ১০টি বসতঘর, নগদ টাকাসহ অর্ধকোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আজ সকালে উপজেলার ভাটরা ইউনিয়নের হীরাপুর গ্রামের চৌকিদার বাড়ির বাদশা মিয়ার বসতঘর থেকে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। মুহুর্তের মাঝে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে বাদশা মিয়া, ছেফায়েত উল্যাহ, মাহমুদ উল্যাহ, আবুল কালাম, আব্দুল আজিজ, নুরনবী, মহসিনের বসতঘর সম্পূর্ণ পুড়ে নগদ ২লাখ ৩০ হাজার টাকাসহ ৫০ লক্ষাধিক টাকার মালামাল ছাই হয়ে যায়। খবর পেয়ে রামগঞ্জ ফায়ার সার্ভিসের ২টি ইউনিট স্থানীয় গ্রামবাসীর সহায়তায় প্রায় ২ঘন্টা পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। আগের দিন বুধবার সকাল সাড়ে ৯টায় একই ইউনিয়নের নান্দিয়াপাড়া তফাদার বাড়ির আবুল কাশেমের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে আবুল কাশেম, টিপু ও মিজানের বসতঘর ছাই হয়ে যায়। আগুনে প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল ভষ্মিভূত হয়েছে বলে জানালেন ক্ষতিগ্রস্থরা। ক্ষতিগ্রস্থ বাদশা মিয়া জানান তার ঘরের ফ্রিজের পিছনে হঠাৎ বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত। কেউ কিছু বুঝে উঠার আগেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। উপজেলা ফায়ার সার্ভিস ইনচার্জ মো: আব্দুল মোতালেব জানান, অগ্নিকান্ডে সংবাদ পেয়ে পৃথক ২টি ঘটনায় ফায়ার সার্ভিসের ২টি ইউনিট নিরলস পরিশ্রম করে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে। রামগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আ.ক.ম রুহুল আমিন ঘটনাস্থল পরিদর্শন করে আর্থিক সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন।       একুশে সংবাদ // এস. ছায়েদ // ১৭.০৫ ২০১৮
Link copied!