AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শ্রীপুরে গ্যাস সিলিন্ডার থেকে আগুন’’ বসতবাড়ি পুড়ে ছাই


Ekushey Sangbad

০৫:৪০ পিএম, মে ১৭, ২০১৮
শ্রীপুরে গ্যাস সিলিন্ডার থেকে আগুন’’ বসতবাড়ি পুড়ে ছাই

শ্রীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুর ধনুয়া দক্ষিণ পাড়া মনা মার্কেট এলাকায় আগুনে জাহাঙ্গীর আলম ও রফিকুল ইসলাম নামে দুইজনের বসতবাড়ি আগুনে পুড়ে গেছে। এ সময় জাহাঙ্গীর আলম পরিবারের কোন সদস্য বাড়িতে ছিলেন না। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে এ আগুন লাগে। এসময় স্থানীয় ও ফায়ার সার্ভিস কর্মীদের চেষ্টায় বিকাল ৪টারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। বাড়ির মালিক জাহাঙ্গীর আলম জানান, আমার ১১টা টিনসেট রুম ভাড়া দেওয়া রয়েছে,ভাড়াটিয়া সবাই রিদিশা কারখানায় চাকরী করে। আমার এক ভাড়াটিয়া শাকিল মিয়ার স্ত্রী রিমি আক্তার দুপুর ২টার দিকে তার রুমে দুপুরের রান্না করার জন্য গ্যাসের সিলিন্ডার হতে আগুনের সূত্রপাত হয়ে ঘরে ঘরে আগুন লাগে। পরে স্থানীয়দের ও ফায়ার সার্ভিস কর্মীদের উদ্যোগে ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় বাসার আমার বাড়ির ১১টি কক্ষের সকল মালামাল আগুনে পুড়ে যায়। জাহাঙ্গীর আলমের ভাড়াটিয়া আব্দুল হামিদ ও শ্যামলী রানী দাস জানান,বাড়ির পশ্চিম পাশে রিমির ঘর থেকে আগুন লাগে,আমাদের ঘরের সকল জিনিসপত্র পুড়ে গেছে। আমরা গরিব মানুষ কষ্ট করে চাকরী টাকা দিয়ে জিনিস কিনেছিলাম,আজ আমাদের কিছুই নাই,সব পুড়ে ছাই হয়ে গেছে। এদিকে পাশের বাড়ির মালিক রফিকুল ইসলাম বলেন, জাহাঙ্গীর আলমের বাড়ির পাশাপাশি ঘর থাকায় আমার ৫টি রুম পুড়ে গেছে। কিন্তু তাৎক্ষণিকভাবে ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যাচ্ছেনা। এ বিষয়ে ফায়ারসার্ভিসের প্রশাসনিক কর্মকর্তা আল-আমিন জানান, বাড়ির পশ্চিম পাশের রুমে গ্যাস সিলিন্ডা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় কোন হতাহতের ঘটনা নেই। আগুন লাগার খবর পেয়ে তাৎখনিক পানি দিয়ে আগুন নিভাতে সহায়তা করা হয়েছে। প্রথমিক ধারনা করা হচ্ছে সব মিলিয়ে ক্ষয় ক্ষতির পরিমান ৪/৫লক্ষ টাকা হতে পারে।       একুশে সংবাদ // এস.সানি // ১৭.০৫ ২০১৮
Link copied!