AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

"মৃত্যু ও জোনাকির ঝিলমিল"


Ekushey Sangbad

০২:৫৮ পিএম, মে ১৭, ২০১৮

একুশে সংবাদ : মনোবিজ্ঞানীর দেওয়া প্রেসক্লিপশন দেখিয়ে বিভিন্ন দোকান থেকে ঘুমের ওষুধ কিনে সবগুলো পাগলের মত খেয়ে নিলো আবির। চোখ মেলে রাখতে কষ্ট হচ্ছে তার। তারপরও শেষ বারের মত চারপাশটা দেখে নিলো। এরপর অস্পষ্ট কন্ঠে একটা কথা উচ্চারণ করলো, পৃথিবীর সকল মানুষ বেঁচে থাকুক।   জীবিত অবস্থায় মৃত্যুর পরের জীবন সম্পর্কে যা শুনেছে, যা পড়েছে, যা ভেবেছে তার কিছুই দেখতে পেলো না আবির। মৃত্যুর পরের জীবন যে কঠিন এক জেলখানা তা সে টের পাচ্ছে। একটি অন্ধকার ঘরে রাখা হয়েছে তাকে। কতদিন ঘরে আছে তার কোনো হিসাব নেই। আবিরের মতই সাদা পোশাক পড়া একটি লোক ওই অন্ধকার ঘরে এসে পৌঁছালো।   আবিরের মনে হলো লোকটিকে সে পৃথিবীতে দেখেছে। লোকটি মুচকি হাসি হেসে বললো এখানে সবারি এ রকম মনে হয় কিন্তু বাস্তবতা হলো পৃথিবীতে তাদের কখনোই দেখা হয়নি। পৃথিবী ধ্বংসের আগ পর্যন্ত তাদের দুজনকে এক সাথে এই অন্ধকার ঘরেই থাকতে হবে। লোকটির নাম হাবিবুর রহমান। সে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে। তবে আবির কেন আত্মহত্যা করলো?   এমনই একটা গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘মৃত্যু ও জোনাকির ঝিলমিল’ শিরোনামের একটি টেলিফিল্ম। মমর রুবেলের রচনায় টেলিফিল্মটি নির্মাণ করেছেন নাজমুল রনি। অভিনয় করেছেন সজল, নাদিয়া, জাহিদ হাসান, শিরিন বকুল, শোভনসহ আরো অনেকে। টেলিফিল্মটি শুক্রবার রাত ১০টায় একুশে টেলিভিশনে প্রচারিত হবে। একুশে সংবাদ // এস.স.প // ১৭.০৫ ২০১৮
Link copied!