AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাশিয়া বিশ্বকাপে ব্রাজিলের দল ঘোষণা


Ekushey Sangbad

১২:৪৬ পিএম, মে ১৫, ২০১৮
রাশিয়া বিশ্বকাপে ব্রাজিলের দল ঘোষণা

একুশে সংবাদ : রাশিয়া বিশ্বকাপ সামনে রেখে ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করলো ব্রাজিল। দল ঘোষণার জন্য ৪ জুন পর্যন্ত সময় বেঁধে দিয়েছে ফিফা। তাই আগে ভাগেই দল ঘোষণা করে ঝুঁকি নেয়নি তারা। সোমবার রাতে ২৩ সদস্যের দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। হাঁটুর ইনজুরিতে পড়ে রাশিয়া বিশ্বকাপ মিস করছেন দানি আলভেজ। তার পরিবর্তে দলে ঢুকেছেন ফ্যাগনার। কিন্তু সব ছাপিয়ে বারবার উঠে এসেছে দলের সুপারস্টার নেইমারের ইনজুরির বিষয়টি। পায়ের ইনজুরির কারণে ফেব্রুয়ারি মাস থেকে মাঠের বাইরে রয়েছেন নেইমার। কোচ তিতেসহ সংশ্লিষ্ট সবারই প্রত্যাশা সঠিক সময়েই সুস্থ হয়ে মাঠে ফিরবেন এই তারকা স্ট্রাইকার। বিশ্বকাপে ব্রাজিল গ্রুপ ই পড়েছে। যেখানে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে সুইজারল্যান্ড কোস্টারিকা ও সার্বিয়াকে। ১৪ জুন শুরু হওয়া বিশ্বকাপে ১৭ জুন সুইজারল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে সেলেকাওরা। বিশ্বকাপে ব্রাজিলের ২৩ সদস্যের দল গোলরক্ষক : অ্যালিসন, এডারসন, কাসিও রক্ষণভাগ : ফ্যাগনার, দানিলো, মার্সেলো, ফিলিপ লুইস, মারকুইনহোস, মিরান্ডা, থিয়াগো সিলভা, জেরোমেল। মধ্যমভাগ : কাসেমিরো, ফার্নান্দিনহো, ফ্রেড, পাউলিনহো, ফিলিপ কুতিনহো, রেনাতো আগুস্তো, উইলিয়ান। আক্রমণভাগ : ডগলাস কস্তা, রবার্টো ফিরমিনো, গ্যাব্রিয়েল জেসুস, নেইমার, টাইসন।   একুশে সংবাদ // এস.ক.ক // ১৫.০৫.২০১৮
Link copied!