AB Bank
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইবিতে পানি সংকট; ছাত্রীদের প্রকৌশল ভবন ঘেরাও


Ekushey Sangbad

০২:২৪ পিএম, মে ১২, ২০১৮
ইবিতে পানি সংকট; ছাত্রীদের প্রকৌশল ভবন ঘেরাও

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আবাসিক হল গুলোতে পানি সংকট প্রকট আকার ধারণ করেছে। পানি সংকটের প্রতিবাদে প্রকৌশল অফিস ঘেরাও করেছে খালেদা জিয়া হলের আবাসিক ছাত্রীরা । শনিবার (১২ মে) সকাল ৯টার দিকে প্রায় আধা ঘন্টা ধরে ঘেরাও করে রাখে তারা। খালেদা জিয়া হলের আবাসিক ছাত্রীরা জানায়, প্রায় একমাস থেকে তারা পানি সংকটে ভুগছে। গত এক সপ্তাহ থেকে এ সংকট আরো প্রকট হয়েছে। খাবার পানিসহ দৈনন্দিন প্রয়োজনীয় পানি সঠিক ভাবে সরবাহ না থাকায় বিপাকে পরছে তারা। এছাড়া মাঝেমাঝে মায়লা পানি সরবরাহ হওয়ায় অনেক ছাত্রী পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে পড়েছে বলে জানান তারা। হলের পানির সংকটের ব্যাপারে বিভিন্ন সময় হলের প্রভোষ্ট ও হলের অফিসে অভিযোগ করলেও তেমন কোন ব্যাবস্থা গ্রহন করেনি কর্তপক্ষ। আবার কখনো সকালে ঠিক করলে বিকেলে নষ্ট হয়ে গেছে বলে অভিযোগ করেছে শিক্ষার্থীরা । ঘেরাও কর্মসূসি চলাকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মাহবুবুবর রহমান ও প্রধান প্রকৌশলী আলীমুজ্জামান টুটল সেখানে আসেন। তারা দুই ঘন্টার মধ্যে পানির সংকট সমাধানের প্রতিশ্রুতি দিলে অবরোধ তুলে নেয় তারা। তবে এক দিনের মধ্যে সমস্যা সমাধান না করলে কঠোর কর্মসূচীর হুশিয়ারি দেওয়া হয়। খালেদা জিয়া হলের একাধিক আবাসিক ছাত্রী হল প্রভোষ্টের বিরুদ্ধে সাংবাদিকদের কাছে নানা অভিযোগ দায়ের করেন। তারা বলেন, প্রভোষ্ট ও আবাসিক শিক্ষকরা নিয়মিত হলে আসেন না। তাদের কাছে আমাদের বিভিন্ন সমস্যার কথা জানালেও তারা কখনো সেটা জরুরী ব্যবস্থা গ্রহন করেন না। যে অভিভাবক আমাদের খোঁজ খবর রাখেন না আমরা তাকে চাই না। হলের আবাসিক শিক্ষকরা আমাদের খোঁজ খবর রাখা তো দুরের কথা আমরা তাদের এখন পর্যন্ত চিনিই না। এ ব্যাপারে প্রধান প্রকৌশলী আলীমুজ্জামান টুটুল বলেন,‘খালেদা জিয়া হলে পানির যে সমস্যা ছিল তা আমরা সমাধান করেছি। গতকাল বিদ্যুৎ না থাকায় কিছু সমস্যা হতে পারে সেটা ছিল সাময়িক।’ খালিদা জিয়া হলের প্রভোষ্ট প্রফেসর ড. অশোক কুমার চক্রবর্তী বলেন,‘হলের পানির সমস্যা নিয়মিত না, মাঝে মধ্যে দেখা দেয়। হলের একটা পাম্প নষ্ট হয়েছিল তা আমরা ঠিক করেছি। গতকাল বিদ্যুৎ না থাকায় পানি সংকট দেখা দিয়ে ছিল।’ আবাসিক শিক্ষকরা হলে আসেন না ও ছাত্রীরা তাদের চিনে না এ অভিযোগের ব্যাপারে তিনি বলেন, ‘এ ব্যাপারে আমি কিছু বলতে পারছিনা।’ এদিকে শিক্ষার্থীদের দাবি পানি সংকট সমস্যা স্থায়ী, তবে কতৃপক্ষ বলছে এটা সাময়িক সমস্যা। একুশে সংবাদ // এস.নাঈম // ১২.০৫.২০১৮
Link copied!