AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চট্টগ্রাম-কুনমিং রুটে ফ্লাইট চলাচলে চীনের আগ্রহ


Ekushey Sangbad

০৬:৪৯ পিএম, এপ্রিল ২৬, ২০১৮
চট্টগ্রাম-কুনমিং রুটে ফ্লাইট চলাচলে চীনের আগ্রহ

একুশে সংবাদ : চীনের সাথে বাংলাদেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। এ যোগাযোগ আরও সুদৃঢ় ও ফলপ্রসু করতে চায়না ইস্টার্ন এয়ারলাইন্স চট্টগ্রাম-কুনমিং রুটে ফ্লাইট চালু করতে আগ্রহী। আজ বিকেলে সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত Mr. zhang zuo বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী একেএম শাহজাহান কামালের সাথে সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানান। এ ছাড়াও রাষ্ট্রদূত সময়ের প্রয়োজনে ঢাকা-কুনমিং, ঢাকা-গুয়াংজু রুটে ফ্লাইট বৃদ্ধির প্রস্তাব দেন। মন্ত্রী জানান, এ ব্যাপারে কাজ করতে সিভিল এভিয়েশনের একটি টিম চীনে অবস্থান করছে তাদের পরামর্শ মোতাবেক প্রয়োজনী পদক্ষেপ নেয়া হবে বলে তিনি আশ্বাস দেন। এ ছাড়াও রাষ্ট্রদূত ক্রমবর্ধিষ্ণু বাংলাদেশের পর্যটন খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেন এবং উভয় দেশের মধ্যে পর্যটন সহযোগিতা বৃদ্ধির গুরুত্বারোপ করেন। মন্ত্রী বলেন, কক্সবাজার, সিলেটসহ বাংলাদেশের টুরিস্ট স্পটগুলোতে চীনা বিনিয়োগকে স্বাগত জানাবে বাংলাদেশ। এ সময় সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ারভাইস মার্শাল এম নাইম হাসান ও মন্ত্রীর একান্ত সচিব মফিজুল ইসলাম পাটওয়ারী উপস্থিত ছিলেন।   একুশে সংবাদ // এস.পি.এই // ২৬.০৪.২০১৮
Link copied!