AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ছাড়া পেলেন বিডিজবসের প্রধান নির্বাহী


Ekushey Sangbad

০৬:৩৯ পিএম, এপ্রিল ২৫, ২০১৮
ছাড়া পেলেন বিডিজবসের প্রধান নির্বাহী

একুশে সংবাদ : ফেসবুকে উস্কানিমূলক বক্তব্য প্রচারের অভিযোগে বিডিজবস ডটকমের প্রধান নির্বাহী ফাহিম মাসরুরকে আটকের পর ছেড়ে দিয়েছে পুলিশ। সিটিটিসির সাইবার ক্রাইম ইউনিটের অতিরিক্ত উপকমিশনার নাজমুল ইসলাম জানান, "তার বিরুদ্ধে আনিত অভিযোগের স্বপক্ষে তার ফেইসবুক আইডি থেকে যথেষ্ট পরিমান সাক্ষ্য পাওয়া যায় নি। তবে বিষয়টি নিয়ে অধিকতর তদন্ত চলছে বলে তিনি জানান। এর আগে, ফেসবুকে বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য প্রচারের অভিযোগে দুপুর সাড়ে বারোটার দিকে আটক করা হয় মাসুররকে। "তার বিরুদ্ধে যে সব অভিযোগ আছে, সেগুলো এখন আমরা যাচাই-বাছাই করে দেখছি। তাকে গ্রেপ্তার করা হবে কিনা সেটা নির্ভর করছে, আমরা কি পাই তার ওপর। সাইবার ক্রাইম ইউনিটের উপকমিশনার মোহাম্মদ আলীমুজ্জামান আটকের পর এ কথা জানিয়েছেন । মাসরুরের ফেসবুক পেইজের পরিচিতি বলা হয়েছে, প্রধান নির্বাহী ও সহ-প্রতিষ্ঠাতা বিডিজবস ডটকম এবং আজকের ডিল। আজকের ডিল একটি ই-কমার্স প্রতিষ্ঠান। ফেসবুকের কাভার ফটোতে দেখা যাচ্ছে, ষষ্ঠ জাতীয় এসএমই মেলা ২০১৮ একটি অনুষ্ঠানে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে ক্রেস্ট গ্রহণ করছেন। এছাড়া তার পেইজে দেখা যাচ্ছে তিনি প্রযুক্তি এবং নতুন উদ্যোগ বিষয়ক নানা ধরণের পোষ্ট করেন। বাংলাদেশের প্রথম চাকরি বিষয়ক ওয়েবসাইট বিডিজবস ডটকম প্রায় দেড়যুগ আগে প্রতিষ্ঠিত হয়। সাইটটিতে প্রতিদিন ১ লক্ষ ১০ হাজার ইউনিক ভিজিটর আসেন। মাসে চার কোটি মানুষ এই সাইট ভিজিট করেন।     একুশে সংবাদ // এস.বি.সি // ২৫.০৪.২০১৮
Link copied!