AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নির্বাচন নিয়ে ভারতের হস্তক্ষেপ করার কিছু নেই: ওবায়দুল কাদের


Ekushey Sangbad

০৭:১৯ পিএম, এপ্রিল ২৪, ২০১৮
নির্বাচন নিয়ে ভারতের হস্তক্ষেপ করার কিছু নেই: ওবায়দুল কাদের

একুশে সংবাদ : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন নিয়ে প্রতিবেশী দেশ ভারতের হস্তক্ষেপ করার কিছু নেই। পরিষ্কারভাবে একটা কথা বলতে চাই, এদেশের রাজনীতি নিয়ে দেশের জনগণই সিদ্ধান্ত নেবে। বিদেশি শক্তি আমাদের বন্ধু হতে পারে। কিন্তু কোনো বিদেশি শক্তি আমাদের রাজনীতিতে হস্তক্ষেপ করবে, এটা আশা করি না। মঙ্গলবার ভারত সফর শেষে দেশে ফিরে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের আরও বলেন, আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল। আজ আছি, কাল না-ও থাকতে পারি। আওয়ামী লীগের ক্ষমতার উৎস দেশের জনগণ। জনগণই নির্ধারণ করবে কে ক্ষমতায় থাকবে আর কে থাকবে না। এ বিষয়ে কেউ ডিকটেট করুক, সেটি চাই না। এসব ব্যাপার আমরাই ঠিক করব। আর ভারত অতীতেও এদেশের নির্বাচনে হস্তক্ষেপ করেনি, এবারও করবে না। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে ১৯ সদস্যের প্রতিনিধি দলটি তিনদিনের ভারত সফর শেষে মঙ্গলবার বিকেল ৪টা ২০ মিনিটে জেট এয়ারওয়েজের একটি বিমানযোগে বিমানবন্দরে পৌঁছান। এ সময় দলের কেন্দ্রীয় নেতাদের পক্ষে ফুল দিয়ে স্বাগত জানানো হয়। স্বাগত জানাতে সেখানে উপস্থিত ছিলেন দলের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ূয়া প্রমুখ। একুশে সংবাদ // এস. সানি // ২৪.০৪.২০১৮
Link copied!