AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শ্রীপুরে অবৈধ জমি দখলের অভিযোগ ভূমি কর্মকর্তার বিরুদ্ধে


Ekushey Sangbad

০৬:০৫ পিএম, এপ্রিল ২৪, ২০১৮
শ্রীপুরে অবৈধ জমি দখলের অভিযোগ ভূমি কর্মকর্তার বিরুদ্ধে

শ্রীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরের মুলাইদ গ্রামে এক কৃষক পরিবারের জমি অবৈধ দখলের অভিযোগ পাওয়া গেছে মাওনা ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা আব্দুল বারীর বিরুদ্ধে। এসময় দখলে বাঁধা প্রদান করায় কৃষকের বসতবাড়ি সহ সকল ভূমি অধিগ্রহনের হুমকী দেয় এই ভূমি কর্মকর্তা। ভূমি কর্মকর্তার এমন হুমকীতে বিচলিত হয়ে পড়ছেন এই কৃষক পরিবার।     ভুক্তভোগী কৃষক আফতাব উদ্দিন মুলাইদ গ্রামের মৃত আব্দুল মোতালেবের ছেলে। বিগত ২০১৪ সালে এই ভূমি কর্মকর্তার নিকট মাওনা চৌরাস্তার সংলগ্ন স্থানে ৬০ লক্ষ টাকায় ৯ শতাংশ জমি বিক্রি করেন এই কৃষক। পরে সরকারী কর্মকর্তার প্রভাব দেখিয়ে আরো পাঁচ শতাংশ জমি অতিরিক্ত দখল করে নেন ভূমি কর্মকর্তা আব্দুল বারী। ভূমি কর্মকর্তা আব্দুল বারী বর্তমানে মাওনা ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা। অফিস সহায়ক থেকে পদোন্নতি পেয়ে এই পদে দায়িত্ব পাওয়া আব্দুল বারীর বিরুদ্ধে নানা অনিয়ম দুর্ণীতির অভিযোগ রয়েছে। ভূক্তভোগী কৃষক আফতাব উদ্দিন জানান,ভূমি কর্মকর্তা আব্দুল বারীর নিকট বিগত ২০১৪ সালে ৬০লক্ষ টাকার বিনিময়ে ৯ শতাংশ জমি বিক্রি করেন। পরে ভূমি কর্মকর্তা আব্দুর বারী তাকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে উক্ত জমির অতিরিক্ত আরো পাঁচ শতাংশ জমির উপর বালি ফেলেন। তাঁর জমিতে পাকা ধান থাকার পরও সে কর্নপাত করেনি। সম্প্রতি মালিকানার অতিরিক্ত ভূমির দখল ছেড়ে দেয়ার জন্য তাকে বললে সে ইউএনও ও জেলা প্রশাসকের মাধ্যমে তার সমস্ত ভূমি অধিগ্রহনের হুমকী দেয়। তেলেহাটি ইউনিয়ন পরিষদের সদস্য মোবারক হোসেন জানান, তিনি ভূমি কর্মকর্তার এ বিষয়টি শুনেছেন। তাই তাকে তার দলিলপত্রের মাধ্যমে মালিকানা প্রদর্শনের জন্য পরামর্শ দেয়া হয়েছে। মাওনা ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা আব্দুর বারী জানান,তিনি জমিটি অনেক টাকার বিনিময়ে কিনেছেন। মালিকানার অতিরিক্ত ভুমি থাকতে পারে। এছাড়াও হুমকীর বিষয়টি তিনি অস্বীকার করেন। এ বিষয়ে শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এভাবে ভূমি অধিগ্রহনের বিষয়ে হুমকী দেয়ার কোন সুযোগ নেই ভূমি কর্মকর্তার বিরুদ্ধে।এমন অভিযোগ পেলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।       একুশে সংবাদ // এস. সানি // ২৪.০৪.২০১৮
Link copied!