AB Bank
ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মাথায় অস্ত্রোপচার করতে গিয়ে পায়ে অপারেশন করলেন চিকিৎসক


Ekushey Sangbad

০৫:৫৩ পিএম, এপ্রিল ২৪, ২০১৮
মাথায় অস্ত্রোপচার করতে গিয়ে পায়ে অপারেশন করলেন চিকিৎসক

একুশে সংবাদ : অস্ত্রোপচার করতে হবে মাথায়। কিন্তু তার বদলে পায়ে অস্ত্রোপচার করে বসলেন চিকিৎসকেরা। দিল্লির এই ঘটনাই এখন আলোড়ন ফেলে দিয়েছে গোটা দেশে। জানা গেছে , অস্ত্রোপচারের সময় রোগীকে অচেতন করে রাখা হয়। ফলে তিনিই বুঝতেই পারেননি কী ঘটতে চলেছে তাঁর সঙ্গে। হাসপাতাল সূত্রে খবর, কয়েকদিন আগে এক রোগী পথ দুর্ঘটনায় জখম হয়ে ওই সরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ওই রোগীর পা গুরুতর জখম হয়েছিল। অস্ত্রোপচারের সময় চিকিৎসক দুই রোগীর মধ্যে ভুল করে ফেলেন। গোটা ঘটনার পর সরব হয়েছে ওই রোগীর পরিবার। হাসপাতাল কর্তৃপক্ষ ওই ঘটনার কথা স্বীকার করে নিয়েছে। ইতিমধ্যে হাসপাতাল কর্তৃপক্ষের তদন্ত কমিটিতে দোষী সাব্যস্ত হয়েছেন ওই চিকিৎসক। রোগীর আঘাত মাথায়। আর দিল্লির একটি সরকারি হাসপাতালের চিকিৎসক অস্ত্রোপচার করলেন রোগীর পায়ে! এমনই ঘটনা ঘটেছে সিভিল লাইন এলাকার শুশ্রুত ট্রমা সেন্টারে। জরুরি ট্রমা পরিস্থিতিজনিত চিকিৎসার জন্যই ওই হাসপাতাল। জানা গেছে, হাসপাতালে অন্য এক রোগী ভেঙে যাওয়া পা নিয়ে ভর্তি হয়েছিলেন। চিকিৎসক ভুলবশত মাথায় আঘাতপ্রাপ্ত রোগীর পায়ে অস্ত্রোপচার করেন। গত বৃহস্পতিবার ওই প্রবীণ চিকিৎসক রোগীর ডান পায়ে গর্ত তৈরি করে একটি পিন ঢুকিয়ে দেন। যাঁর পা ভেঙে গিয়েছিল, তাঁর এই অস্ত্রোপচারের প্রয়োজন ছিল। কিন্তু তাঁর বদলে যাঁর ওই অস্ত্রোপচার হল তিনি একটি দুর্ঘটনায় মাথা ও মুখে আঘাত লেগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। রোগীকে অচেতন করে অস্ত্রোপচার করা হয়। সেজন্য তিনি কিছুই বুঝতে পারেননি বা কোনও প্রতিবাদও করতে পারেননি। হাসপাতালের সুপার অজয় বাহল এ কথা জানিয়েছেন। কর্তৃপক্ষের নজরে ওই ত্রুটির বিষয়টি আসার পর সংশোধনমূলক প্রক্রিয়া নেওয়া হয়। হাসপাতালের একটি প্যানেলের তদন্তে দোষী সাব্যস্ত হয়েছেন ওই চিকিৎসক। অন্য কারুর নজরদারি ছাড়া তিনি অস্ত্রোপচার করতে পারবেন না। এর আগে দেশের প্রথমসারির হাসপাতাল দিল্লির এইমসেও চিকিৎসায় একই ধরনের গাফিলতির ঘটনা প্রকাশ্যে এসেছিল।এইমসের এক চিকিৎসক পেটে ব্যথার সমস্যা নিয়ে ভর্তি ৩০ বছরের এক মহিলার ডায়ালিসিস করে দিয়েছিলেন। নিজের অপকর্ম ঢাকতে ওই চিকিৎসক চিকিৎসা সংক্রান্ত নথি বিকৃত করেছিলেন ।   সূএ : এবেলা   একুশে সংবাদ // এস. সম // ২৪.০৪.২০১৮
Link copied!