AB Bank
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কথা রাখলেন "সমাজকল্যাণমন্ত্রী"


Ekushey Sangbad

০৪:৫০ পিএম, এপ্রিল ২৪, ২০১৮
কথা রাখলেন

একুশে সংবাদ : আজ ২৪ এপ্রিল, মঙ্গলবার, সকাল ১০টায়, সমাজসেবা অধিদফতর, আগারগাঁও এ, সদ্য প্রয়াত রাজীবের এতিম দুই ভাই আব্দুল্লাহ ও মেহেদীকে নগদ ৫০ হাজার টাকা তুলে দেন সমজাকল্যাণমন্ত্রী জনাব রাশেদ খান মেনন এমপি। এসময় রাজীবের খালা ও মামা এতিম দুই ভাইয়ের সাথে উপস্থিত ছিলেন। সমাজকল্যাণমন্ত্রী তাদেরকে নগদ সরকারি আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি এতিম দুই ভাইয়ের পড়ালেখা বাবদ মাসিক কিস্তি প্রদানের ব্যাপারে এবং এতিম দুই ভাই যদি সরকারি শিশু নিবাসে থাকতে চায় তাহলে তাদের সেখানে থাকা খাওয়ার সুব্যবস্থা করার জন্য সমাজসেবা মহাপরিচালককে তৎক্ষণাৎ নির্দেশনা প্রদান করেন। মন্ত্রীর নিকট থেকে নগদ আর্থিক অনুদান নিতে গিয়ে রাজীবের খালা বাস চাপায় নিহত রাজীবের হত্যাকারী দুই বাস চালকের সর্বোচ্চ সাজা দাবী করে বলেন, “রাজীব অনেক কষ্ট করে পড়ালেখা চালিয়েছে। টিউশনী করে ছোট্ট দুই ভাইয়ের পড়ার খরচ বহন করেছে; অথচ নির্দয় বাস চালকের কারণে এতিম এই দুই ভাই আজ তাদের একমাত্র উপার্জনক্ষম ভাইকে হারিয়েছে। এই চালকদের সর্বোচ্চ সাজা যেন ঘটে এই শেষ প্রত্যাশা নিয়ে আমরা বেচে থাকবো।” সমাজকল্যাণমন্ত্রী এসময় তাদেরকে শান্তনা দেন ও দুই বাস চালকের সর্বোচ্চ সাজা প্রাপ্তির ব্যাপারে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন। মন্ত্রী বলেন, “মেধাবী ছাত্র রাজীবকে যে বাস চালকেরা হত্যা করেছে তাদের বিচার করতে কোন অবহেলা মেনে নেয়া হবে না এবং হত্যাকারীদের সাজা পেতে যেন বিলম্ব না ঘটে তার জন্য সব ধরণের সহায়তার হাত বাড়াতে সমাজকল্যাণ মন্ত্রণালয় পিছপা হবে না।” অনুদান প্রদানকালে সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক গাজী মুহাম্মদ নুরুল কবির, আবু মোহাম্মদ ইউসুফ অতিরিক্ত সচিব ও পরিচালক (কার্যক্রম), জুলিয়েট বেগম পরিচালক (প্রশাসন ও অর্থ), জনাব মো: আব্দুল্লাহ আল মামুন পরিচালক (প্রতিষ্ঠান) , জনাব মো: ইকবাল হোসেন খান সভাপতি, বাংলাদেশ সমাজসেবা অফিসার্স এসোসিয়েশন, জনাব মো: সাফায়েত হোসেন তালুকদার মাহাসচিব, বাংলাদেশ সমাসসেবা অফিসার্স এসোসিয়েশন এসময় উপস্থিত ছিলেন।         একুশে সংবাদ // এস. পি.এই // ২৪.০৪.২০১৮
Link copied!