AB Bank
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

টোটাল ধামাল' ছবিতে ধামাকা


Ekushey Sangbad

০১:৪৪ পিএম, এপ্রিল ২৪, ২০১৮
টোটাল ধামাল' ছবিতে ধামাকা

একুশে সংবাদ : 'টোটাল ধামাল' ছবিটির ট্রেলার রীতিমতো হইচই ফেলে দিয়েছে। কারণ নতুন ধামাকা হিসেবে ছবিতে ১৭ বছর পর জুটি বাঁধতে দেখা যাবে মাধুরী দীক্ষিত এবং অনিল কাপুরকে। আরও ধামাকা হিসেবে অজয় দেবগন, আরশাদ ওয়ারসি, রিতেশ দেশ মুখ, জাভেদ জাফরি ও সঞ্জয় মিশ্র নিয়ে একঝাঁক তারকা থাকছে। ইন্দ্র কুমার মারফতের ধামাল এর তৃতীয় কিস্তি টোটাল ধামাল। ইদানিং পুরনো গান নতুন করে সংস্করণের বাতিক বলিউডে। আর সেই ধারাবাহিকতায় ধামাকা হিসেবে 'টোটাল ধামাল' ছবিতে দেখা যাবে ১৯৮০ সালে প্রকাশিত 'কারজ' ছবির হিট গান 'পাইসা ইয়ে পাইসা'। এ সম্পর্কে অনিল কাপুর বলেন, ‘সাড়া জাগানো এই ক্লাসিক গানের সঙ্গে নাচতে পেরে আমি আনন্দিত। তরুণ সুপারস্টারদের সঙ্গে পা মিলিয়েছি এবং আপনারা ভালো কিছু দেখতে পাবেন বলে আশা করছি।’ মাধুরী দীক্ষিত রীতিমতো উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, 'পাইসা ইয়ে পাইসা' আমার ভালো লাগা গানের মধ্যে একটি। গানটি নতুন করে সামনে আনার সিদ্ধান্তের জন্য ইন্দ্র কুমারকে ধন্যবাদ জানাচ্ছি। এই গান সে সময়ও জনপ্রিয় ছিল এখনো এর জনপ্রিয়তা রয়েছে।' ছবিতে নাকি দারুণ নেচে সবাইকে অবাক করে দিয়েছেন- এমন প্রশ্নে মাধুরী বলেন, ‘ভালো নাচি এমনটা ভাবি না। কারণ আমার চেয়েও ভালো নাচে নৃত্যশিল্পী জাবেদ এবং আরশেদ।' গানটি নতুন করে রিমিক্স করার কারণ উল্লেখ করে পরিচালক ইন্দ্র কুমার বলেন, ‘সুভাষ জির কথা এবং লক্ষ্মীকান্তের সুরে অনেক আগেই গানটি জনপ্রিয়তার তুঙ্গে ছিল এবং এখনো আছে। গানটির সুর এখনো মানুষের মুখে মুখে। সবচেয়ে বড় কারণ আমার ছবির কাঠামোর সঙ্গে গানটি মিলে গেছে।’ ‘টোটাল ধামাকা’ ছবির ধামাকা দেখতে সিনেমা প্রেমীদের অপেক্ষা করতে হবে ১৮ ডিসেম্বর পর্যন্ত। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস একুশে সংবাদ // এস. সম // ২৪.০৪.২০১৮
Link copied!