AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে কৃষিবিজ্ঞানীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে : শিক্ষামন্ত্রী


Ekushey Sangbad

০৭:১৯ পিএম, এপ্রিল ২২, ২০১৮
খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে কৃষিবিজ্ঞানীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে : শিক্ষামন্ত্রী

একুশে সংবাদ : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, কৃষিবিজ্ঞানী ও গবেষকদের উদ্ভাবনের ফলে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। কৃষি গবেষকদের নতুন নতুন জাত আবিস্কার, সরকারের সময়োপযোগী উদ্যোগ, কৃষিখাতে প্রণোদনা ও প্রশিক্ষণ এবং কৃষকদের পরিশ্রমের ফলেই বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। শিক্ষামন্ত্রী ২১ এপ্রিল ঢাকায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয়ের এলামনাই এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও পুণর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।     শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়কে দেশের প্রাচীনতম কৃষি শিক্ষা প্রতিষ্ঠান উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, কৃষি কলেজ হিসেবে এর যাত্রা শুরু হলেও এটি বর্তমানে একটি বৃহৎ ও সফল শিক্ষা প্রতিষ্ঠান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০১ সালে এ প্রতিষ্ঠানকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করেন।   বর্তমানে এখানে ৩ হাজারের বেশি শিক্ষার্থী পড়াশুনা করছে। এদের ৪৭ ভাগ ছাত্রী। তিনি বলেন, বর্তমানে এ বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে ও অবকাঠামো নির্মাণে ৩৫২ কোটি ৬৮ লাখ টাকার প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।   শিক্ষামন্ত্রী আরো বলেন, এ বিশ্ববিদ্যালয়ের মান ধরে রাখার জন্য গবেষণায় আরো জোর দিতে হবে। কৃষিবিদদের নতুন নতুন গবেষণার মাধ্যমে উন্নত মান ও পুষ্টির শস্য, ফল ও সবজি উদ্ভাবন করতে হবে। সবচেয়ে মেধাবীদের এ বিশ্ববিদ্যালয়ে ধরে রাখতে হবে। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. কামাল উদ্দিন আহাম্মদের সভাপতিত্বে সংসদ সদস্য কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এলামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কৃষিবিদ মেজবাহ উদ্দিন, সাবেক উপাচার্য প্রফেসর সাদাত উল্লাহ, এলামনাই মাহমুদ হোসেন, আখতারুজ্জামান খান ও খায়রুল আলম এবং এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক এ এম এম সালেহ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।         একুশে সংবাদ // এস .পি.এই // ২২.০৪.২০১৮
Link copied!