AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছে : নৌপরিবহন মন্ত্রী


Ekushey Sangbad

০৭:৪৯ পিএম, এপ্রিল ১৭, ২০১৮
দেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছে : নৌপরিবহন মন্ত্রী

একুশে সংবাদ : উন্নয়নের মহাসড়কে দেশ এগিয়ে চলেছে। উন্নয়নের এ ছোঁয়ায় মানুষের রুচির পরিবর্তন এসেছে। মানুষ অর্থের দিকে না তাকিয়ে আরামদায়ক ভ্রমণের দিকে ঝুঁকছে। মানুষের আরাম ও রুচির কথা ভেবে দেশে নতুন নতুন চারলেনের রাস্তা ও উড়াল সেতু নির্মাণের পাশাপাশি অত্যাধুনিক বিলাসবহুল গাড়ি আমদানি করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বল্পোন্নত থেকে বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে। নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান আজ ঢাকায় রাজারবাগে গ্রীন লাইন পরিবহণের ডাবল ডেকার বাস সার্ভিসের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন। গ্রীন লাইন পরিবহণের সত্বাধিকারী মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি এবং শাহজালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আক্কাসউদ্দিন মোল্লা। মন্ত্রী বলেন, সারা বিশ্বে সড়ক পরিবহণে আধুনিক মানসম্মত গাড়ি চলাচল করছে, বাংলাদেশেও যুগের সাথে সামঞ্জস্য রেখে আধুনিক মানসম্মত গাড়ির প্রয়োজন। সে বিষয়টি চিন্তা করে গ্রীন লাইন কোম্পানি সময়ের সাথে পাল্লা দিয়ে সিলেট ও কক্সবাজারবাসীর সুবিধার কথা বিবেচনা করে বিশ্বখ্যাত ব্রান্ডের দৃষ্টিনন্দন, বিলাসবহুল বাস আমদানি করছে। অত্যাধুনিক এসব বাস যাত্রীসাধারণের মধ্যে ব্যাপক সাড়া ফেলবে। চট্টগ্রামের পর এবার সিলেট ও কক্সবাজার রুটের যাত্রীসাধারণের এই আধুনিক ও উন্নত চাহিদা পূরণের লক্ষ্যেই দ্বিতল ও স্লিপার সার্ভিস চালু করা হচ্ছে। নতুন এ বাসে নিচতলায় থাকছে ১১টি সিট এবং দোতলায় থাকছে ৩২টি সিট। ডাবল ডেকার বাসে ঢাকা-সিলেট রুটে ভাড়া নির্ধারণ করা হয়েছে ১২০০/- এবং ঢাকা-কক্সবাজার রুটে ভাড়া নির্ধারণ করা হয়েছে ২০০০/- টাকা। বাসগুলো বিলাসবহুল, সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এবং থাকবে নিরবচ্ছিন্ন ওয়াইফাই সুবিধাসহ যাত্রা বিরতিতে মানসম্মত সৌজন্যমূলক খাবার ব্যবস্থা।     একুশে সংবাদ // এস.পি.এই // ১৭.০৪.২০১৮
Link copied!