AB Bank
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঋতুপর্ণা ও শুভর সিনেমার গল্প


Ekushey Sangbad

১০:৪৬ এএম, এপ্রিল ১৭, ২০১৮
ঋতুপর্ণা ও শুভর সিনেমার গল্প

একুশে সংবাদ : পহেলা বৈশাখ উপলক্ষে গেল ১৩ এপ্রিল সারা দেশের ৪০টিরও বেশি সিনেমা হলে মুক্তি পেয়েছে চিত্রনায়ক আলমগীর পরিচালিত চলচ্চিত্র ‘একটি সিনেমার গল্প’। সিনেমার ভেতরে সিনেমার মানুষের জীবনের গল্প নিয়েই নির্মিত হয়েছে এই চলচ্চিত্রটি। সাধারণ মানুষের মতোই যে তাদের জীবনেও সাধারণ গল্প আছে তা ‘একটি সিনেমার গল্প’ চলচ্চিত্রে তুলে ধরা হয়েছে। এক কথায় ‘একটি সিনেমার গল্প’ আমাদের সাধারণ জীবনের এক অসাধারণ গল্পের চলচ্চিত্র। এই চলচ্চিত্রের গল্পে ঋতুপর্ণা নায়িকা কবিতা, আরিফিন শুভ নায়ক সজীব এবং আলমগীর চলচ্চিত্র পরিচালক আকাশের চরিত্রে অভিনয় করেছেন। গেলো ১৩ এপ্রিল বিকেলের শো’তে আলমগীর, ঋতুপর্ণা ও আরিফিন শুভ বিকেলে বসুন্ধরা সিনেপ্লেক্সে চলচ্চিত্রটি উপভোগ করেন দর্শকের সঙ্গে। শো’ শেষে প্রায় হাউজ ফুল থাকা হলটির দর্শক এই তিন তারকাকে ঘিরে ধরেন এবং সবাই চলচ্চিত্রটির গল্প, গান এবং সকল শিল্পী’র অভিনয় বিশেষত আলমগীর, ঋতুপর্ণা ও আরিফিন শুভ’র অভিনয়ের প্রশংসা করেন। মাদারীপুর থেকে আসা তারিকুল ইসলাম ঋতুপর্ণার সঙ্গে চলচ্চিত্রটি নিয়ে কথা বলেন। বিশেষত বিরতির পরের অংশ থেকে শেষ পর্যন্ত ঋতু ও শুভ’র অনবদ্য অভিনয়ের প্রশংসা করেন। উপস্থিত সবাই তাদের অভিনয়ের প্রশংসা করেন। শুধু তাই নয় আলমগীরকে এমন জীবনের গল্প নিয়ে আরো চলচ্চিত্র নির্মাণের আহ্বান জানান। একই দৃশ্য চোখে পড়ে পরবর্তী শো’তে রাজধানীর বলাকা সিনেমা হলেও। দর্শক গল্প প্রধান চলচ্চিত্র দেখার প্রতিই আগ্রহ প্রকাশ করেছেন। বসুন্ধরা সিনেপ্লেক্স থেকে শো’ শেষে কাঁদতে কাঁদতে হল থেকে বের হন ঋতুপর্ণা। ঋতু বলেন,‘যদিও কবিতা আমার অভিনীত একটি চরিত্র। কিন্তু তারপরও আমি আমার আবেগ ধরে রাখতে পারিনি। আমি ভীষণ কৃতজ্ঞ আলমগীর ভাইয়ের প্রতি, তিনি আমাকে অসাধারণ একটি চরিত্রে অভিনয়ের সুযোগ দিয়েছেন। এ দেশের দর্শকের প্রতি আমি কৃতজ্ঞ যে তারা আমার অভিনীত সিনেমা এখনো আগ্রহ নিয়ে দেখেন।’ আরিফিন শুভ বলেন, ‘দর্শকের কাছে সবসময়ই কৃতজ্ঞ যে তারা আমার অভিনীত সিনেমা দেখেন বলেই উৎসাহ নিয়ে কাজ করি। একটি সিনেমার গল্প আমার জন্য অন্যরকম এক চ্যালেঞ্জ ছিল। দর্শকের কাছ থেকে যে সাড়া পেয়েছি তাতে আমি মুগ্ধ। ধন্যবাদ আলমগীর স্যারকে।’ ‘একটি সিনেমার গল্প’র কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য রচনা করেছেন আলমগীর। এই চলচ্চিত্রের মাধ্যমেই সুরকার হিসেবে রুনা লায়লার অভিষেক হয়েছে। গাজী মাজহারুল আনোয়ারের লেখা, রুনা লায়লার সুর করা গানে কন্ঠ দিয়েছেন আঁখি আলমগীর। উল্লেখ্য, ঋতুপর্ণা পহেলা বৈশাখের দিন বিকেলে পরলোগত নায়ক মান্নার জন্মদিনের কেক কেটে কলকাতা চলে গেছেন। একুশে সংবাদ // এস.নদি // ১৭.০৪.২০১৮
Link copied!